• facebook
  • twitter
Friday, 27 December, 2024

অস্কার দৌড়ে বাংলার ৫ শিল্পী

অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস ২০২৫ নিয়ে সরগরম নেট দুনিয়া। এই বছর, ভারতীয় ছবি ‘লাপাতা লেডিস’ দাঁড়িয়ে আছে একেবারে অস্কারের দোরগোড়ায়।

অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস ২০২৫ নিয়ে সরগরম নেট দুনিয়া। এই বছর, ভারতীয় ছবি ‘লাপাতা লেডিস’ দাঁড়িয়ে আছে একেবারে অস্কারের দোরগোড়ায়। সেই সঙ্গে আরও পাঁচজন বাঙালি শিল্পী রয়েছেন যাঁরা দেশকে গর্বিত করেছেন ইতিমধ্যেই। ৩ জন কণ্ঠশিল্পী এবং ২ জন সঙ্গীত পরিচালক- সেরা মৌলিক গান এবং সেরা মৌলিক স্কোরের জন্য এই দৌড়ে সামিল। তাঁরা হলেন সায়ন গঙ্গোপাধ্যায়, ইমন চক্রবর্তী, পণ্ডিত বিক্রম ঘোষ, শমীক কুণ্ডু এবং ডালিয়া মাইতি বন্দ্যোপাধ্যায়। ইন্দিরা ধর মুখার্জির বাংলা ছবি ‘পুতুল’-এর ‘ইতি মা’ গানের জন্য ইমন চক্রবর্তী এবং গিরিশ মালিকের ‘ব্যান্ড অফ মহারাজাস’ ছবির গান ‘ইশকওয়ালা ডাকুর’ জন্য সুরকার বিক্রম ঘোষ রয়েছেন খবরের শিরোনামে। ‘

ব্যান্ড অফ মহারাজাস’ ছবির পাঞ্জাবি গান ‘ইশকওয়ালা ডাকু’ গেয়েছেন দুই বাঙালি শিল্পী, শমীক কুণ্ডু এবং ডালিয়া মাইতি বন্দ্যোপাধ্যায়। সেরা মৌলিক ব্যাকগ্রাউন্ড স্কোরের জন্য নির্বাচিত ১৪৬টি গানের মধ্যে রয়েছে বিক্রমের নাম। ২০২৫ সালের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের সেরা মৌলিক গান বিভাগে প্রথমবার উঠে এল এতজন বাঙালি শিল্পীর নাম। যদিও চূড়ান্ত মনোনয়নের আনুষ্ঠানিক পর্ব এখনও বাকি, কিন্তু এই খবর ইতিমধ্যেই বেশ চাঞ্চল্য ফেলেছে। উল্লেখ্য আগামী ৩ মার্চ লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হবে ৯৭তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস। এই বছর, ৮৯টি গান নির্বাচিত হয়েছে, তারই অন্যতম ইমনের গান ‘ইতি মা’। গানটির সঙ্গীত রচনা ও বিন্যাস করেছেন সায়ন গাঙ্গুলি এবং গানের কথা লিখেছেন অনির্বাণ ভট্টাচার্য। এই ঐতিহাসিক মনোনয়ন ইমনকে, লেডি গাগা, এলটন জন, মাইলি সাইরাস এবং এড শিরান-সহ নামী সংগীত নক্ষত্রদের পাশে স্থান দিয়েছে।

ইমন ইতিমধ্যেই জাতীয় পুরস্কার পেয়েছেন, তাঁর কর্মজীবনে বহু সাফল্য অর্জন করেছেন, তবে তিনি অস্কার লড়াইয়ে সামিল হবেন, এমনটা ভাবেননি। অস্কার বর্তমানে তাদের নির্বাচন প্রক্রিয়ার শেষ পর্যায়ে রয়েছে যেখানে বিশ্বব্যাপী তৈরি হওয়া প্রজেক্টগুলি জমা পড়েছে। ১৭ ডিসেম্বর ভোটিংয়ের মাধ্যমে ১৫টি গান ও অরিজিনাল স্কোরের জন্য মোট ২০টিকে বাছাই করে নেওয়া হবে। ৯ ডিসেম্বর থেকে শুরু হবে প্রথম রাউন্ডের ভোটিং। অ্যাকাডেমির সঙ্গীত শাখার সদস্যরা এদিন থেকে শুরু হওয়া প্রথম রাউন্ডের ভোটে ১৫টি গান এবং ২০টি স্কোরের জন্য ভোট দেবেন। তামিল গান ‘নাটু নাটু’ অস্কার জিতে ইতিমধ্যই সাড়া জাগিয়েছিল। এবছরের তালিকা দেখে আশাবাদী বাঙালি শিল্পীরা।

‘পুতুল’ ছবিটি যথাক্রমে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমবঙ্গে ১৩ এবং ২৭ ডিসেম্বর মুক্তি পাবে। ছবির পরিচালক ইন্দিরা ধর মুখোপাধ্যায় নিজের সমাজমাধ্যমে একটি মনোনয়ন তালিকার লিঙ্ক পোস্ট করেন এবং তারপর থেকেই অভিনন্দনের বন্যায় ভেসেছে তার সমাজমাধ্যমের পাতা। অস্কারে বাঙালি শিল্পীদের চূড়ান্ত স্বীকৃতির অপেক্ষায় এখন গোটা দেশ।