• facebook
  • twitter
Friday, 27 December, 2024

উত্তর প্রদেশে গাছে ধাক্কা দ্রুতগামী গাড়ির, মৃত্যু ৬ জনের

উত্তরপ্রদেশের পিলভিটে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। দ্রুতগামী গাড়ি একটি গাছে গিয়ে ধাক্কা মারে। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পাঁচজনের।

প্রতীকী ছবি

উত্তরপ্রদেশের পিলভিটে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। দ্রুতগামী গাড়ি একটি গাছে গিয়ে ধাক্কা মারে। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৬ জনের। গাড়িতে মোট ১১ জন ছিলেন। আহত হয়েছেন বাকি ৫ জন। তাঁদের অবস্থা সংকটজনক। তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাড়িতে থাকা লোকজন বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন। দুর্ঘটনাটি এতটাই সাংঘাতিক ছিল যে গাড়িটি গাছের সঙ্গে ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে টুকরো টুকরো হয়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।

পুলিশ গাড়িটি কেটে তাতে আটকে পড়া লোকজনকে বের করে। গুরুতর আহতদের অন্যত্র রেফার করা হয়েছে। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পর ঘটনাস্থলে যানবাহনের ভিড় জমে যায়। ঘটনাস্থলে বিশৃঙ্খলা দেখা দেয়। পুলিশ নিহতদের পরিবারকে খবর দিয়েছে। খবর পাওয়া মাত্রই পরিবারের সদস্যদের মধ্যে শোরগোল পড়ে যায়। সমস্ত মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

পিলভিট জেলার নিউরিয়া থানার টানাকপুর হাইওয়ের সামনে শানে গুল গার্ডেনের কাছে সড়ক দুর্ঘটনাটি ঘটে। বিয়ের অনুষ্ঠান থেকে আসার পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। দুর্ঘটনার সময় গাড়ির গতি ছিল খুব বেশি। গাছে ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে গাড়িটি ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। গাড়িতে থাকা লোকজন ভেতরে আটকা পড়ে। সংঘর্ষের শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরা গাড়িতে থাকা লোকজনকে বের করার চেষ্টা করলেও পারেননি।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। গাড়িটি কেটে তাতে আটকে পড়া লোকজনকে বের করা হয়। পুলিশ জানিয়েছে, গাড়িটিতে ১১ জন ছিলেন। ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়। গুরুতর আহত হয়েছেন ৫ জন। তাঁদেরকে অ্যাম্বুল্যান্সের সাহায্যে হাসপাতালে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, গাড়িতে থাকা লোকজন একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে বাড়ি ফিরছিলেন। দুর্ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ।