• facebook
  • twitter
Thursday, 16 January, 2025

অশোক হল হাইস্কুলের ক্রীড়া প্রতিযোগিতায় ঐক্যের বার্তা

বিদ্যালয়ের প্রিন্সিপাল আত্রেয়ী সেনগুপ্ত এদিন বলেন, 'ক্রীড়া শিক্ষার্থীদের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ। ওদের শারীরিক এবং মানসিক বিকাশে খেলাধুলা সহযোগিতা করে।

নিজস্ব চিত্র

অশোক হল গার্লস হাই সেকেন্ডারি স্কুলের তরফে অনুষ্ঠিত হলো ক্রীড়া প্রতিযোগিতা ‘জোশ’। বুধবার রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রাক্তন ফুটবলার ও ভারতীয় ফুটবল দলের প্রধান কোচ অলোকে মুখার্জি। প্রায় আড়াই হাজার পড়ুয়া রয়েছে বিদ্যালয়ে।

প্রত্যেকটি পড়ুয়াকে ক্রীড়ার উপযোগিতা সম্মন্ধে জানাতে এবং তাদের সচেতন করতেই বিদ্যালয়ের তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এদিন স্টেডিয়াম জুড়ে পড়ুয়াদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

পড়ুয়াদের জন্য ক্লাউন রেস, দড়ি টানাটানি, মিউজিকাল চেয়ার, যোগা প্রতিযোগিতা, অ্যাঞ্জেল উইং ড্রিল – এর মতো নানা মজাদার খেলা ছিল। পড়ুয়াদের পাশাপাশি অভিভাবকদের জন্যেও ছিল কয়েকটি বিশেষ প্রতিযোগিতা। মায়েদের জন্য ছিল চামচ দৌড় এবং বাবাদের জন্য ছিল, মাটির পাত্রের ভারসাম্য রক্ষার বিশেষ এক খেলা। চরম উদ্দীপনায় গোটা প্রতিযোগিতাটি সম্পন্ন হয়। ছাত্রীদের তরফেই সবটা পরিচালিত হয়। এছাড়াও এবছর অশোক হল গার্লস স্কুলের তরফে অপেক্ষাকৃত পিছিয়ে পড়া পড়ুয়াদেরও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয়। সমাজের প্রান্তিক স্তরের ছাত্রীদের আকর্ষনিয় প্রদর্শনে পুরো উদ্যোগটি অন্য মাত্রা পায়। যৌনপল্লীর শিশুদের নিয়ে গড়ে ওঠা একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে বিদ্যালয়ের তরফে এদিনের প্রতিযোগিতায় আমন্ত্রণ জানানো হয়। তারাও অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায়। সামাজিক প্রতিবন্ধকতাকে অতিক্রম করে সমতা এবং সর্বস্তরে ক্ষমতায়নের বার্তা পড়ুয়াদের মধ্যে ছড়িয়ে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় বিদ্যালয় কর্তৃপক্ষ।

বিদ্যালয়ের প্রিন্সিপাল আত্রেয়ী সেনগুপ্ত এদিন বলেন, ‘ক্রীড়া শিক্ষার্থীদের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ। ওদের শারীরিক এবং মানসিক বিকাশে খেলাধুলা সহযোগিতা করে। নার্সারি থেকে দশম শ্রেণী অবধি প্রত্যেকেই অংশগ্রহণ করেছে। নানা মজাদার খেলার মধ্যে দিয়ে দিনটি কাটলো।