• facebook
  • twitter
Thursday, 12 December, 2024

আবাস যোজনা নিয়ে গ্রাম সভায় উত্তেজনা

ভাতার পঞ্চায়েত সমিতির উদ্যোগে এবং বনপাস গ্রাম পঞ্চায়েতের আয়োজনে ওই সভা ডাকা হয়েছিল।

প্রতীকী চিত্র।

‘আবাস যোজনায় প্রকৃত গরিব মানুষের ঘর চাই’, এই দাবিতে গ্রাম সভার বৈঠকে তুমুল উত্তেজনা দেখা দিলো। বৃহস্পতিবার বিকেলে এই ঘটনা ঘটে পূর্ব বর্ধমানের ভাতারের বনপাস গ্রামে। কার্যত আধিকারিক ও পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের ঘিরে ধরা হয়। ঘিরে ধরে জবাব চাওয়া হয়, কেন গরিবরা বঞ্চিত হলোআ। ভাতার পঞ্চায়েত সমিতির উদ্যোগে এবং বনপাস গ্রাম পঞ্চায়েতের আয়োজনে ওই সভা ডাকা হয়েছিল। ছিলেন ব্লক প্রশাসনের আধিকারিক ও পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্যরা। এদিন সভার শুরুতেই বেশিরভাগ গ্রামবাসীরা অভিযোগ তোলেন গরিব ও পিছিয়ে পড়াদের বাদ দিয়ে আবাস যোজনার ঘর দেওয়া হয়েছে। ‘গরিব মানুষদের ঘর দিন’ এই দাবি তুলে আধিকারিকদের ঘিরে ধরে বিক্ষোভ চলে। পুলিশ ও সিভিক ভলেন্টিয়াররা উত্তেজনা কমাতে হিমসিম খেয়ে যান।

এই বিক্ষোভ কিছুটা সামাল দিয়ে আধিকারিকরা গ্রামবাসীদের বলেন, আবেদনের ভিত্তিতে সার্ভে করে তালিকা তৈরি করা হয়েছে। তারপর যদি ভুল ভ্রান্তি থাকে তা শুধরে নেওয়া হবে। কিন্তু এর জন্য সকলকে গ্রাম পঞ্চায়েতে লিখিত আবেদন জানাতে হবে। আবেদন বিডিও দপ্তরে যাবার পর তড়িঘড়ি ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন তাঁরা। একই সঙ্গে, অযোগ্য কোন ব্যক্তি ঘর পেয়ে থাকলে সে অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস মিলেছে। আধিকারিকরা জানান, এরই মধ্যে মোহনপুর গ্রামে অভিযোগের ভিত্তিতে দ্বিতীয় বার সার্ভে হয়েছে।