• facebook
  • twitter
Friday, 27 December, 2024

কালনায় টোটো চলাচলে রাশ টানতে প্রশাসনের বৈঠক

অন্যদিকে, কালনা শহরের যানজট নিয়ন্ত্রণে ২১জন গ্রিন ভলেন্টিয়ার নিয়োগ করা হয়েছে। তাঁরা শহরের গুরুত্বপূর্ণ এলাকা ও বাজারগুলিতে যান নিয়ন্ত্রণে নেমেছেন।

প্রতীকী চিত্র।

লাগামছাড়া টোটো চলাচলে ব্যাপক সমস্যা সৃষ্টি হচ্ছে পূর্ব বর্ধমানের কালনায়। আর সে জন্যই নিয়ন্ত্রণ আনতে উদ্যোগ নিল মহকুমা প্রশাসন। মহকুমা শাসকের অফিসে একটি বৈঠক করা হলো। এদিন উপস্থিত ছিলেন মহকুমা শাসক শুভম আগরওয়াল, এসডিপিও রাকেশ চৌধুরী, পৌরসভার ভাইস চেয়ারম্যান তপন পোড়েল সহ জনপ্রতিনিধিরাও বিডিওরা। বৈঠকে টোটোর রুট নিয়ন্ত্রণ, সংখ্যা ও স্ট্যান্ড নিয়ে বিস্তারিত আলোচনা হয়। যদিও এদিন চূড়ান্ত কোনও সিদ্ধান্ত ঘোষণা হয়নি। পরবর্তী বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।

কালনা শহর, শহরতলি ও গ্রামীণ এলাকায় লাগামছাড়া টোটো চলাচলে যানজট ও দুর্ঘটনা বাড়ছে। টোটো ভাড়া নিয়ে নিদিষ্ট রেটচার্ট না থাকায় যাত্রীদের সঙ্গেও বচসার সৃষ্টি হচ্ছে। কালনা পৌরসভা শহরে চলাচলের জন্য প্রায় সাড়ে চারশো টোটোকে অনুমতি দেয়। অথচ এক হাজারের বেশি টোটো চলছে শহরজুড়ে। কালনার খেয়াঘাট, স্টেশন, বাসস্ট্যান্ড ও হাসপাতাল চত্বরে টোটোস্ট্যান্ড থাকলেও যত্রতত্র স্ট্যান্ড তৈরি করছে টোটো চালকরা। ফলে বেশকিছু গুরুত্বপুর্ণ মোড়ে টোটো দাঁড়িয়ে থাকায় তৈরি হচ্ছে যানজট। অন্যদিকে, কালনা শহরের যানজট নিয়ন্ত্রণে ২১জন গ্রিন ভলেন্টিয়ার নিয়োগ করা হয়েছে। তাঁরা শহরের গুরুত্বপূর্ণ এলাকা ও বাজারগুলিতে যান নিয়ন্ত্রণে নেমেছেন।
মহকুমা শাসক বলেন, টোটো চলাচল নিয়ে কিছু নির্দেশিকা এসেছে। টোটো চলাচলে নিয়ন্ত্রণ, সংখ্যা নির্ধারণ ও স্ট্যান্ড করা নিয়ে পৌরসভা, পঞ্চায়েত সমিতির জনপ্রতিনিধি ও বিডিওদের সঙ্গে আলোচনা হয়েছে। তাঁরা রিপোর্ট জমা দেবেন। পরবর্তী বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।