• facebook
  • twitter
Wednesday, 18 December, 2024

ইডি অফিসার পরিচয়ে সোনার দোকানে লুট, গুজরাত থেকে গ্রেপ্তার ১২

ইডি অফিসার পরিচয়ে সোনার দোকানে ঢুকে দেদার লুটপাট। গুজরাতের গান্ধীধাম থেকে গ্রেপ্তার ১২। ধৃতদের মধ্যে একজন মহিলাও রয়েছেন।

ইডি অফিসার পরিচয়ে সোনার দোকানে ঢুকে দেদার লুটপাট। গুজরাতের গান্ধীধাম থেকে গ্রেপ্তার ১২। ধৃতদের মধ্যে একজন মহিলাও রয়েছেন। ধৃতরা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। এক অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ধৃতরা গান্ধীধামের এক ব্যবসায়ীকে ইডি অফিসারের পরিচয় দিয়ে প্রতারণা করেছিল। ওই ১২ জন ইডি আধিকারিক সেজে রাধিকা জুয়েলার্স নামে একটি দোকানে অভিযান চালিয়েছিল। অভিযানের সময় ২৫.২৫ লক্ষ টাকার সোনার গয়না চুরি করে তাঁরা।

প্রাথমিক ভাবে গোটা ঘটনার পর ওই ব্যবসায়ী ভয় পেয়ে যান। পরে তাঁর সন্দেহ হয়। ওই ব্যবসায়ীর মনে হয়, গোটা অভিযানটি ভুয়ো। এরপর তিনি থানায় অভিযোগ দায়ে করেন। বিষয়টির গুরুত্ব দেখে পুলিশ মামলা রুজু করে অভিযুক্তদের খোঁজ শুরু করে। তদন্তে উঠে আসে, গোটা অভিযানটিই ভুয়ো। সোনার গয়না লুট করার জন্যই পরিকল্পিতভাবে ওই দোকানে হানা দেয় অভিযুক্তরা।

এরপর একে একে গ্রেপ্তার করা হয় ১২ অভিযুক্তকে। এর মধ্যে একজন মহিলাও রয়েছেন। জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, ধৃতদের পুরনো অপরাধের ইতিহাস রয়েছে। আনুমানিক ১৫ দিন আগে ধৃতরা জুয়েলারির দোকানে জাল অভিযানের পরিকল্পনা করেছিল। তারপর ১২ জন একযোগে জুয়েলারি দোকানে হানা দেয়। ব্যবসায়ীকে ইডির নাম করে হুমকি দিয়ে লুট করে।

পুলিশ অভিযুক্তদের কাছ থেকে ৪৫.৮২ লক্ষ টাকার চুরি যাওয়া সোনা এবং গাড়ি উদ্ধার করেছে। অভিযুক্তদের ধরতে পুলিশ বিভিন্ন দল গঠন করেছে। সিসিটিভি ফুটেজের ভিত্তিতেই পুলিশ ওই ১২ জনের অপরাধীর সন্ধান পেয়েছে। বর্তমানে ধৃতরা পুলিশ হেফাজতে রয়েছে। একজন অভিযুক্ত পলাতক রয়েছে।