• facebook
  • twitter
Thursday, 12 December, 2024

বিএসএফের তৎপরতায় উদ্ধার প্রায় ৯২ লক্ষ টাকার সোনা, গ্রেফতার ১

উদ্ধৃত সোনার আনুমানিক ওজন ১ কেজি ১৯৯ গ্রাম।

বিএসএফ-এর হাতে উদ্ধৃত সোনা। নিজস্ব চিত্র।

বিএসএফের ৩২ নম্বর ব্যাটেলিয়ানের তৎপরতায় উদ্ধার প্রায় ৯২ লক্ষ টাকার সোনা! এমনটাই ঘটেছে নদিয়া জেলার কৃষ্ণগঞ্জ এলাকায়।

বিএসএফ সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে মাজদিয়া থেকে কৃষ্ণনগরগামী বাসে কোনো এক ব্যক্তি সোনা নিয়ে উঠেছে। গোপন সূত্রে খবর পেয়ে তারা কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত বিভিন্ন জায়গায় নাকা চেকিং শুরু করে এবং বাসে তল্লাশি চালায়। তল্লাশি চালিয়ে সোনা সহ একজন ব্যক্তিকে আটক করে।

উদ্ধৃত সোনার আনুমানিক ওজন ১ কেজি ১৯৯ গ্রাম। এই সোনার বাজার মূল্য ৯১ লাখ ৬৫ হাজার ৫০০ টাকা। ধৃত ব্যক্তির নাম সুভাষচন্দ্র মন্ডল। বাড়ি কৃষ্ণগঞ্জ থানা অন্তর্গত মথুরাপুর গ্রামে।

এই ঘটনাটিকে ৩২ নম্বর ব্যাটেলিয়নের বড় সাফল্য বলে মনে করা হচ্ছে। বাংলাদেশের এই পরিস্থিতির মধ্য দিয়ে কিভাবে সোনা পাচার হচ্ছে সেই বিষয়ে খতিয়ে দেখছে বিএসএফ। পাশাপাশি এই পাচারকারী সঙ্গে কে বা কারা জড়িত আছে সেটাও জানতে তদন্ত শুরু করেছে বিএসএফ আধিকারিকরা।