• facebook
  • twitter
Thursday, 12 December, 2024

বেআইনি ভাবে সীমান্ত পেরোতে সাহায্য করত দালাল চক্র, রানাঘাট পুলিশের হাতে আটক ৫

এই বিষয়ে বৃহস্পতিবার ধানতলা থানায় এক সাংবাদিক সম্মেলন করেন রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লাল্টু হালদার।

ফাইল চিত্র।

বেআইনি ভাবে কাঁটাতারের বেড়া পেরিয়ে বাংলাদেশি নাগরিকদের ভারতে পাঠানো ও ভারত থেকে নাগরিকদের বাংলাদেশে পাঠানোর এক চক্রের সন্ধান পেল রানাঘাট জেলা পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে এমনই এক পাচার চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করলো ধানতলা ও হাঁসখালি থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে হাঁসখালি শীলবেড়িয়া থেকে ২ জন ও ধানতলার কুলগাছি থেকে ৩ জনকে গ্রেফতার করে পুলিশ।
সূত্রের খবর, গত কয়েকদিনে বাংলাদেশ থেকে বেআইনি ভাবে ভারতে আসা একাধিক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে হাঁসখালি ও ধানতলা থানার পুলিশ। কি ভাবে তারা ভারতে এসেছিল তা জানতে তদন্ত শুরু হয়। পুলিশ জানতে পারে ধানতলা ও হাঁসখালি থানা এলাকার ভারত বাংলাদেশ সীমানায় সক্রিয় রয়েছে একটি পাচার চক্র। যারা বেআইনি ভাবে বাংলাদেশ থেকে ভারতে আসা ও ভারত থেকে বাংলাদেশে যাওয়া নাগরিকদের মিডিল ম্যান হিসেবে কাজ করতো। আর এর পরই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে নেমে হাঁসখালির শীলবেড়িয়া থেকে ২ জনকে ও ধানতলার কুলগাছি থেকে ৩ জনকে গ্রেফতার করে হাঁসখালি ও ধানতলা থানার পুলিশ। বৃহস্পতিবার ধৃতদের নিজেদের হেফাজতে চেয়ে ওই ৫ পাচারকারীকে রানাঘাট আদালতে পাঠিয়েছে পুলিশ।

এই বিষয়ে বৃহস্পতিবার ধানতলা থানায় এক সাংবাদিক সম্মেলন করেন রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লাল্টু হালদার। তিনি বলেন, বেশ কিছু দালাল ধরা পড়েছে। ভারতের দালালরা বাংলাদেশী দালালদের সঙ্গে যোগাযোগ করে এই কাজ করত। আরো কিছু দালালের নাম রয়েছে। খতিয়ে দেখা হচ্ছে।