• facebook
  • twitter
Tuesday, 14 January, 2025

অটো উলটে দুর্ঘটনা, মৃত্যু পড়ুয়ার

বুধবার সকাল সাড়ে এগারোটা নাগাদ সিঁথি থানার ৯/২ হেম দে লেনে ঘটনাটি ঘটেছে।

প্রতীকী চিত্র

কলেজ থেকে বাড়ি ফেরার পথে অটো উলটে মৃত্যু হল এক তরুণের। মৃতের নাম সায়ন ভট্টাচার্য (২০) বলে জানিয়েছে পুলিশ। তিনি উত্তর ২৪ পরগনার ভাটপাড়ার বাসিন্দা। অন্যদিকে জখম হয়েছেন অয়ন মন্ডল (২০) নামে এক যুবক। বুধবার সকাল সাড়ে এগারোটা নাগাদ সিঁথি থানার ৯/২ হেম দে লেনে ঘটনাটি ঘটেছে।

পুলিশ সূত্রে খবর, উত্তর কলকাতার এক বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের পড়ুয়া সায়ন বাড়ি ফেরার জন্য অটোতে উঠেছিলেন বন্ধুদের সঙ্গে। কিন্তু হঠাৎ করেই নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় অটো। স্থানীয়রা উদ্ধার করে দু’জনকেই নিয়ে যায় আরজি কর হাসপাতালে। সেখানেই মৃত বলে ঘোষণা করা হয় সায়নকে। অন্যদিকে অয়নের অবস্থা স্থিতিশীল হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় তাঁকে।