• facebook
  • twitter
Wednesday, 4 December, 2024

ভারতীয় শিবিরে মুক্ত হাওয়া, অস্ট্রেলিয়া দলে চোটের আতঙ্ক

পার্থে প্রথম টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়া ভেবেছিল ভারতীয় দলকে সহজেই হারিয়ে দেওয়া যাবে। তার প্রধান কারণ ছিল নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হয়ে ভারতীয় দল খেলতে গিয়েছে।

অনুশীলনের মুহূর্তে খোশ মেজাজে ভারতীয় শিবির।

অ্যাডিলেডের মাঠে দিন-রাতের টেস্ট ম্যাচে ভারত কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে অস্ট্রেলিয়া দলকে। ভারতীয় দলের শিবিরে এখন মুক্ত বাতাস বইছে। দলের দায়িত্ব পালন করবেন রোহিত শর্মা। প্রথম টেস্ট ম্যাচে অধিনায়কের ব্যাটনটা ছিল যশপ্রীত বুমরার হাতে। সেই ব্যাটনটি এবার রোহিত শর্মা নিয়ে অস্ট্রেলিয়াকে চাপে রাখার পরিকল্পনা নিয়েছে। মঙ্গলবার থেকে কোচ গৌতম গম্ভীর দলের সঙ্গে যোগ দিয়েছেন। তাই দলের খেলোয়াড়রা প্রত্যাশায় সময় গুনছেন। আগামী শুক্রবার ভারত ও অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হচ্ছে। দলে কিছু পরিবর্তন হতে পারে।

কোনওভাবেই ওপেনার জুটি বদল হচ্ছে না। যশস্বী জয়সওয়ালের সঙ্গে ব্যাট করতে নামবেন লোকেশ রাহুল। বাদের তালিকায় রয়েছেন ধ্রুব জুরেল ও দেবদত্ত পারিক্কল। দলে যেমন রোহিত ফিরছেন, আবার প্রথম একাদশে জায়গা করে নেবেন শুভমন গিল। বিরাট কোহলি ও যশপ্রীত বুমরারাও অপেক্ষায় রয়েছেন প্রতিপক্ষ দলকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে আরও এক ধাপ এগিয়ে যাওয়া। বলতে দ্বিধা নেই, ভারতীয় দলে চোটের কোনও খবর নেই।

তবে চোটের জন্য ভারতের বিরুদ্ধে দিন-রাতের টেস্টে জশ হেজ়লউডকে পাবে না অস্ট্রেলিয়া। তার মাঝেই অস্ট্রেলিয়া শিবিরে আবার চোট-আতঙ্ক। অনুশীলনের সময় সতীর্থের ছোড়া বলে আঙুলে চোট লেগেছে স্টিভ স্মিথের। মাঝপথেই অনুশীলন ছেড়েছেন অসি ব্যাটসম্যান। আর ব্যাট করতে দেখা যায়নি তাঁকে।

অনুশীলনে স্মিথকে থ্রো-ডাউন দিচ্ছিলেন মার্নাশ লাবুশেন। তাঁরই ছোড়া একটি বল পিচে পড়ে অতিরিক্ত লাফিয়ে ওঠে। সামলাতে পারেননি স্মিথ। বল তাঁর গ্লাভসে লাগে। সঙ্গে সঙ্গে দেখা যায় আঙুল নাড়াচ্ছেন স্মিথ। বোঝা যায়, আঙুলে লেগেছে তাঁর। ফিজিয়োর কাছে যান স্মিথ। তাঁকে গিয়ে আঙুল দেখান। তার পরেই দেখা যায় উঠে যাচ্ছেন তিনি। আর অনুশীলন করেননি স্মিথ। তাঁর চোট কতটা গুরুতর সে বিষয়ে অবশ্য এখনও কিছু জানায়নি অস্ট্রেলিয়া।

পার্থে প্রথম টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়া ভেবেছিল ভারতীয় দলকে সহজেই হারিয়ে দেওয়া যাবে। তার প্রধান কারণ ছিল নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হয়ে ভারতীয় দল খেলতে গিয়েছে। কিন্তু সব ভাবনাকে উড়িয়ে দিয়ে ভারতীয় দলের ক্রিকেটাররা বুঝিয়ে দিয়েছেন, তারা এখানে জয়ের জন্যই খেলতে এসেছেন।