• facebook
  • twitter
Friday, 27 December, 2024

কেরলে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে জখম ৩৫জন যাত্রী

দুমড়ে মুচড়ে যাওয়া গাড়িটি কেটে দুর্ঘটনাগ্রস্ত ডাক্তারি পড়ুয়াদের বের করে আনা হয়। ঘটনাস্থলেই তিনজন পড়ুয়া মারা যান। এবং বাকি দুজনকে আলাপ্পুজহা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়ার সময় রাস্তাতেই মৃত্যু হয়।

দুর্ঘটনাস্থলের চিত্র। ছবি: আইএএনএস

কেরলের দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে ৩৫ জন যাত্রী জখম হয়েছেন। সোমবার কেরলের কান্নুর জেলার পেরাভুরে এই দুটি সরকারি বাসের মধ্যে দুর্ঘটনাটি ঘটে। এদের মধ্যে একটি বাস মানন্তবাদি থেকে পয়্যানুর এবং আরও একটি বাস মানন্তবাদির দিকে যাচ্ছিল। দুর্ঘটনায় জখমদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। অন্যান্যরা অল্প আঘাত প্রাপ্ত হয়েছেন।

জানা গিয়েছে, দুর্ঘটনাটি ঘটে বড় রাস্তার একটি সংকীর্ণ অংশের মধ্যে। ঘটনার সময় এই এলাকায় ভারী বৃষ্টিপাত হচ্ছিল বলে জানা গিয়েছে। দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয় লোকজন ছুটে আসেন এবং তাঁরা উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন। দ্রুত দমকল বিভাগ ও পুলিশেও খবর দেওয়া হয়। তাঁরা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ভারী বৃষ্টিপাতের কারণে রাস্তায় দৃশ্যমানতা কমে আসে। যার জেরে দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষের জেরে একটি বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।

এছাড়া এদিন কেরলে আরও একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। যার জেরে পাঁচজন এমবিবিএস-এর প্রথম বর্ষের ছাত্রের মৃত্যু হয়। তাঁরা সবাই এই রাজ্যের আলাপ্পুজহা মেডিক্যাল কলেজ হাসপাতালের পড়ুয়া। সোমবার রাত ৯টা নাগাদ তাঁদের গাড়িটি একটি বাসের সঙ্গে সংঘর্ষের জেরে দুর্ঘটনাটি ঘটে। মৃতদের নাম মোহাম্মদ, মুহাসিন, ইব্রাহিম, দেবানন্দ এবং শ্রীদীপ।

প্রত্যক্ষদর্শীদের মতে, ঘটনার সময় গাড়িতে দশজন ডাক্তারি পড়ুয়া ছিলেন। তাঁদের ট্যাভেরা গাড়িটি রাস্তা দিয়ে দ্রুত গতিতে যাওয়ার সময় একটি সরকারি বাস এসে ধাক্কা মারে। এবং দুমড়ে মুচড়ে যাওয়া গাড়িটি কেটে দুর্ঘটনাগ্রস্ত ডাক্তারি পড়ুয়াদের বের করে আনা হয়। ঘটনাস্থলেই তিনজন পড়ুয়া মারা যান। এবং বাকি দুজনকে আলাপ্পুজহা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়ার সময় রাস্তাতেই মৃত্যু হয়। এছাড়া দুর্ঘটনায় আহত আরও দুইজন পড়ুয়া ওই একই হাসপাতালে চিকিৎসাধীন আছেন। যাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।