নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার কেন উইলিয়ামসন ভারতের মাটিতে দলের সঙ্গে এলেও চোটের কারণে রোহিত শর্মাদের বিরুদ্ধে তিন টেস্টে সিরিজে খেলতে পারেননি। তখনই তিনি ভারতের মাটিতেই নতুন মাইলফলক স্পর্শ করে ফেলতে পারতেন।
তবে এবারে নতুন মাইলফলক স্পর্শ করে ফেললেন কেন উইলিয়ামসন। নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক টেস্টে ৯০০০ রান পূর্ণ করেছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে দল হারলেও দু’ইনিংসেই ভালো রান পেয়েছেন উইলিয়ামসন। বিশ্ব ক্রিকেটে উইলিয়ামসন দ্বিতীয় দ্রুততম হিসাবে ৯০০০ টেস্ট রান করলেন।
ভারতের বিরাট কোহলি, অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ, ইংল্যান্ডের জো রুট এবং উইলিয়ামসনকে ক্রিকেট বিশ্বে একত্রে ‘ফ্যাব ফোর’ বলা হয়। ক্রিকেট বিশেষজ্ঞদের বড় অংশের মতে, সমসাময়িক সময় এই চার জনই বিশ্বের সেরা ব্যাটসম্যান। স্বভাবতই কোহলি, স্মিথ, রুট, উইলিয়ামসনেরা মাঠে নামলে বিশেষ নজর থাকে গ্যালারিতে উপস্থিত দর্শকদের। আবার ক্রিকেট বিশেষজ্ঞরাও তাঁদের ব্যাটের দিকে চোখ রাখেন।
উইলিয়ামসন তাঁর ১৮২তম টেস্ট ইনিংসে ৯০০০ রানের মাইলফলক স্পর্শ করলেন। চার জনের মধ্যে এগিয়ে রয়েছেন স্মিথ। তিনি টেস্টে ৯০০০ রান পূর্ণ করতে নিয়েছিলেন ১৭৪টি ইনিংস। চার জনের মধ্যে তৃতীয় স্থানে আছেন রুট। তিনি তাঁর ১৯৬তম টেস্ট ইনিংসে এই মাইলফলক স্পর্শ করেছিলেন। কোহলি এই মাইলফলক ছুঁতে নিয়েছিলেন ১৯৭টি ইনিংস। এ ক্ষেত্রে বিশ্বরেকর্ড রয়েছে শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক কুমার সাঙ্গাকারার। তিনি তাঁর ১৭২তম টেস্ট ইনিংসে ৯০০০ রান পূর্ণ করেছিলেন। টেস্ট ক্রিকেটে ইনিংস প্রতি গড় রানের নিরিখেও এক নম্বরে রয়েছেন স্মিথ। টেস্টে তাঁর গড় ৫৭.৩২। তাঁর পর যথাক্রমে রয়েছেন উইলিয়ামসন (৫৪.৮৯), রুট (৫০.৬২) এবং কোহলি (৪৯.১৫)।
কেন উইলিয়ামসনের ব্যাটে অদ্ভুত একটা জাদু আছে। প্রতিপক্ষ দলের বোলারদের বুঝে নিতে পারলে উইলিয়ামসন সাহসী ভূমিকা নিয়ে দুরন্ত ব্যাট করেন। ভারতের মাটিতে নিউজিল্যান্ড কিছুদিন আগেই সফর করে গেছে। তবে তিনি প্রথম তিনটি টেস্ট ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি। হয়তো সেই সময় কেন উইলিয়ামসন মাইলফলক স্পর্শ করতে পারত।