• facebook
  • twitter
Thursday, 12 December, 2024

ডিম বোঝাই গাড়ি উল্টে ট্রেন চলাচলে বিঘ্ন

সোমবার ডিম বোঝাই গাড়ি উল্টে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটল। পূর্ব রেলের বর্ধমান-রামপুরহাট শাখার তালিত স্টেশনের রেলগেটে ওই ঘটনা ঘটে।

সোমবার কাজের দিনে সাতসকালে ডিম বোঝাই গাড়ি উল্টে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটল। পূর্ব রেলের বর্ধমান-রামপুরহাট শাখার তালিত স্টেশনের রেলগেটে ওই ঘটনা ঘটে। ফলে একাধিক মেল ও এক্সপ্রেস ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয়। সপ্তাহের প্রথম দিন থাকায় চরম ভোগান্তির শিকার হতে হয় নিত্যযাত্রী সহ অন্যান্যদের। পরে রেল দপ্তরের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

এদিন সকালে তালিত রেল গেট পার হবার সময় ডিমের গাড়ি উল্টে যায়। লাইনের উপর গাড়ি উল্টে যাওয়ার ফলে দু’দিকের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ওই শাখায় রাজধানী এক্সপ্রেস সহ একাধিক ট্রেন দাঁড়িয়ে পড়ে। বন্দে ভারত ট্রেনকে দাঁড় করানো হয় বর্ধমান স্টেশনে। তবে ঘটনার খবর পেয়ে রেলের লোকজন এসে তড়িঘড়ি লাইন থেকে গাড়িটি উদ্ধার করে। সকাল ৯টা ১৫ মিনিট নাগাদ ওই শাখায় ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে রেল সূত্রে জানানো হয়।