• facebook
  • twitter
Wednesday, 8 January, 2025

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস থেকে লক্ষাধিক টাকার প্রতারণা, বেনিয়াপুকুর থেকে গ্রেপ্তার যুবক

প্রথমে সামাজিক মাধ্যমে পরিচয়। সেই থেকে ক্রমেই প্রেমে পরিণত হয় বন্ধুত্ব। তারপরেই বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন ধর্ষণ।

প্রথমে সামাজিক মাধ্যমে পরিচয়। সেই থেকে ক্রমেই প্রেমে পরিণত হয় বন্ধুত্ব। তারপরেই বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন ধর্ষণ। শুধু তাই নয়, নিজেকে ব্যবসায়ী পরিচয় দিয়ে লক্ষাধিক টাকা হাতানোর অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। তদন্তে নেমে অভিযুক্ত আহতাসাম নাদিমকে গ্রেপ্তার করেছে বেনিয়াপুকুর থানার পুলিশ।

সূত্রের খবর, গত বছর নাদিমের সঙ্গে ম্যাট্রিমনি সাইটে আলাপ হয় তরুণীর। সেখানেই শুরু কথোপকথন। ক্রমেই বন্ধুত্ব পরিণতি পায় প্রেমে। সেই সুযোগে বেনিয়াপুকুরে তরুণীর বাড়িও যায় অভিযুক্ত। অভিযোগ, বাড়ি ফাঁকা পেয়ে তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করে অভিযুক্ত নাদিম। তবে এখানেই শেষ নয়। অভিযোগ, এর একাধিকবার শহরের বিভিন্ন হোটেলে তরুণীকে নিজের হবু স্ত্রী পরিচয় দিয়ে নিয়ে যায় যুবক। সেখানেও চলে যৌনতা। তবে যুবককে বিশ্বাস করে প্রথমে কাউকে কিছু জানাননি তরুণী।

অভিযোগ, বারবার বিয়ের জন্য যুবকে চাপ দিলে কখনও পরিবারের লোক অসুস্থ আবার কখনও ব্যবসায় লোকসানের কথা বলে বিয়ে এড়িয়ে যেত সে। সূত্রের খবর, ব্যবসায় মন্দা বলে প্রথমে তরুণীর থেকে নেওয়া হয়েছিল ৭৭ হাজার টাকা। তারপর কয়েক ধাপে নেওয়া হয়েছিল আরও ৫ লক্ষ টাকা। অভিযোগ, টাকা নেওয়ার পর থেকেই সম্পর্কে ইতি টানতে শুরু করে নাদিম। সেই নিয়ে দু’জনের মধ্যে ঝামেলাও ছিল বিস্তর।

সম্প্রতি কাউকে কিছু না জানিয়ে যুবক বেপাত্তা হয়ে যেতেই পুলিশের দ্বারস্থ হন তরুণী। তরুণীর অভিযোগ পেয়ে খতিয়ে দেখা হয় বিভিন্ন হোটেলের রেজিস্টার। সেখান থেকেই যুবকের ঠিকানা উদ্ধার করে পুলিশ। তারপর শনিবার রাতে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত নাদিমকে।