• facebook
  • twitter
Wednesday, 4 December, 2024

৯ ডিসেম্বর জয়পুরে একটি জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

একসঙ্গে রথ দেখা আর কলা বেচা দুটোই সারবেন মোদী। তিনি এই সামিটের উদ্বোধনী অনুষ্ঠানের পর এখানকার কাছাকাছি এলাকায় অনুষ্ঠিত হতে চলা এই সভায় ভাষণ দেবেন।

ফাইল চিত্র

আগামী ৯ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজস্থানের জয়পুরে একটি জনসভায় ভাষণ দেবেন। সভাটি হবে রাজ্যের রাজধানীর উপকণ্ঠে দাদিয়া গ্রামের মাঠে।

প্রধানমন্ত্রী নয়াদিল্লির সীতাপুরায় জয়পুর প্রদর্শনী ও সম্মেলন কেন্দ্রে (জেইসিসি) তিন দিনের রাইজিং রাজস্থান গ্লোবাল ইনভেস্টর্স সামিটের উদ্বোধন করতে গোলাপী শহরে সংক্ষিপ্ত সফর করবেন। সেই উপলক্ষে একসঙ্গে রথ দেখা আর কলা বেচা দুটোই সারবেন মোদী। তিনি এই সামিটের উদ্বোধনী অনুষ্ঠানের পর এখানকার কাছাকাছি এলাকায় অনুষ্ঠিত হতে চলা এই সভায় ভাষণ দেবেন।

প্রধানমন্ত্রীর কর্মসূচির জন্য প্রশাসনিক ও রাজনৈতিক পর্যায়ে চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সেই প্রস্তুতি কেমন চলছে, তা তদারকি করার জন্য রবিবার মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা, কয়েকজন মন্ত্রী, মুখ্য সচিব সুধাংশ পন্ত, বিজেপি রাজ্য সভাপতি মদন রাঠোর সভাস্থল পরিদর্শন করেন। সেখানে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর কনভয়ের পথ, মিটিং গ্রাউন্ড এবং অন্যান্য মূল পয়েন্টগুলি খতিয়ে দেখেন।