• facebook
  • twitter
Saturday, 30 November, 2024

নিউজিল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে ৯০০০ রান কেন উইলিয়ামসনের

প্রথম নিউজিল্যান্ড খেলোয়াড় হিসেবে টেস্ট ক্রিকেটে ৯০০০ রান করলেন ব্যাটসম্যান ও প্রাক্তন অধিনায়ক কেন উইলিয়ামসন।

প্রথম নিউজিল্যান্ড খেলোয়াড় হিসেবে টেস্ট ক্রিকেটে ৯০০০ রান করলেন কেন উইলিয়ামসন। ক্রাইস্টচার্চে ইংল্যান্ডের বিপক্ষে ইতিহাস গড়েছেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যান ও প্রাক্তন অধিনায়ক উইলিয়ামসন। ৩৪ বছর বয়সী উইলিয়ামসন ১০৩ টেস্ট ম্যাচের ১৮২ ইনিংসে এই কৃতিত্ব অর্জন করেছেন।

এই ম্যাচের আগে ১৮০ ইনিংসে ৮৮৮১ রান করেছিলেন উইলিয়ামসন। এরপর ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম ইনিংসে ৯৩ রান করেন। এরপর দ্বিতীয় ইনিংসে ২৬ রান করে এই অনন্য রেকর্ডটি নিজের নামে করেন। শুধু তাই নয়, দ্রুততম ৯০০০ টেস্ট রান করার ক্ষেত্রে জো রুট ও বিরাট কোহলিকে পেছনে ফেলেছেন উইলিয়ামসন।

বিশ্বের মাত্র ১৯-তম ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটে কেন উইলিয়ামসন এই রেকর্ড করলেন। এই কৃতিত্বের সঙ্গে নিজের নামে আরও একটি রেকর্ড গড়েছেন তিনি। প্রকৃতপক্ষে, উইলিয়ামসন যৌথভাবে তৃতীয় দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ৯০০০ রান করেছেন। ১০৩ টেস্ট ম্যাচে এই কীর্তি গড়েন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা এবং পাকিস্তানের ইউনিস খানের মতো কিংবদন্তি ব্যাটসম্যানরা।

টেস্টে দ্রুততম ৯০০০ রান করার ক্ষেত্রে জো রুট ও বিরাট কোহলিকে পেছনে ফেলেছেন উইলিয়ামসন। ৯০০০ রানের মাইলস্টোন ছুঁতে রুট খেলেছেন ১৯৬ ইনিংস এবং কোহলি খেলেছেন ১৯৭টি ইনিংস। অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ দ্রুততম ব্যাটসম্যান হিসেবে এই রেকর্ড গড়েছেন। তিনি ৯৯ টেস্টের ১৭৪ ইনিংসে এই কৃতিত্ব অর্জন করেছিলেন। ব্রায়ান লারা ১০০ টেস্ট ম্যাচে এই কৃতিত্ব অর্জন করেছিলেন।

নিউজিল্যান্ড ক্রিকেট দলের হয়ে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি রান করার রেকর্ড গড়লেন উইলিয়ামসন। তিনি ১০৩ টেস্ট ম্যাচে ৫৪ গড়ে ৯০০০ রান করেছেন। উইলিয়ামসন ৩২টি সেঞ্চুরি এবং ৩৫টি হাফ সেঞ্চুরি করেন। এই ফরম্যাটে নিউজিল্যান্ডের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান করার রেকর্ডটি রস টেলরের নামে। টেলর ১১২ টেস্ট ম্যাচের ১৯৬ ইনিংসে ৪৪.৬৬ গড়ে ৭৬৮৩ রান করেছেন।