• facebook
  • twitter
Thursday, 28 November, 2024

আরজি কর কাণ্ডে স্বাস্থ্যসাথী কার্ডের অপব্যবহার হয়েছে: বিধানসভায় মমতা

একই সঙ্গে ট্যাব দুর্নীতি কাণ্ড নিয়েও সরব হন তিনি। ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের ‘স্বপ্নভঙ্গ’ যাতে না হয়, তাতে যে তিনি বদ্ধপরিকর, তা উঠে আসে তাঁর কথাতেই।

বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত।

বিধানসভার শীতকালীন অধিবেশনে আরজি কর আন্দোলনের বিরুদ্ধের আরও একবার ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় প্রশ্নোত্তর পর্ব চলাকালীন তিনি রীতিমতো উষ্মা প্রকাশ করেন জানান, ‘আরজি করের ঘটনার সময় অনেকেই স্বাস্থ্যসাথী কার্ডের অপব্যবহার করেছেন। আমাদের কাছে প্রমাণও রয়েছে। জনগণের অর্থ যাঁরা নয়ছয় করেছেন, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।’

বৃহস্পতিবার বিধানসভার শীতকালীন অধিবেশনের চতুর্থ দিনের প্রথমার্ধে প্রশ্নোত্তর পর্বে কলিং অ্যাটেনশন মোশনের জবাবে মমতা এমন জানান। পাথরপ্রতিমা বিধানসভা কেন্দ্রের বিধায়ক সমীর জানা তাঁকে প্রশ্ন করেন, ‘আমরা শুনেছি, আরজি কর-কাণ্ডের সময় অনেকে স্বাস্থ্যসাথী কার্ডের অপব্যবহার করেছেন। স্বাস্থ্যসাথী নিয়ে দুর্নীতি হয়েছে। সে ব্যাপারে কি রাজ্য জানে?’ এর উত্তরে মুখ্যমন্ত্রী খোলাখুলি জানান, ‘সহজসরল মনে বিশ্বাস করি, কিন্তু অন্তত এক শতাংশ মানুষ অপব্যবহার করেই! আরজি করের ঘটনার সময় অনেকেই স্বাস্থ্যসাথী কার্ডের অপব্যবহার করেছেন। আমাদের কাছে প্রমাণও রয়েছে। স্বাস্থ্যসাথী কার্ডের টাকা কিন্তু আমার-আপনার নয়। ওই টাকা জনগণের। জনগণের অর্থ যাঁরা নয়ছয় করেছেন, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।’

একই সঙ্গে ট্যাব দুর্নীতি কাণ্ড নিয়েও সরব হন তিনি। ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের ‘স্বপ্নভঙ্গ’ যাতে না হয়, তাতে যে তিনি বদ্ধপরিকর, তা উঠে আসে তাঁর কথাতেই। তাঁর বক্তব্যে, ‘ট‍্যাব দিতে ১৬০০ কোটি টাকা দিয়েছিলাম। উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থানের ‘জামতাড়া গ্যাং’ সেই টাকা তছরুপ করেছে। আমরা ট্যাব-কাণ্ডে জড়িতদের কান ধরতে পেরেছি। খুব শীঘ্রই মাথাও ধরতে পারব। পুলিশকে ধন্যবাদ জানাই এত দ্রুততার সঙ্গে তদন্ত করার জন্য।’