ইঁদুরের উপদ্রবে শহর কলকাতাকে বার বার নাজেহাল হতে হয়েছে। অতীতে বিভিন্ন রাস্তা এবং সেতু ক্ষতিগ্রস্ত করেছে ইঁদুর দল। কিন্তু এবার ইঁদুরের উপদ্রবে বন্ধ হলো মৃতদেহ সৎকারের কাজ। কাশীপুরের রামকৃষ্ণদেব মহাশ্মশানের বৈদ্যুতিক চুল্লিতে বুধবার দিনভর শবদাহের কাজ বন্ধ ছিল। পুরসভার স্বাস্থ্য ও আলো বিভাগ সূত্রে জানা গিয়েছে, ওই শ্মশানের ইলেকট্রিক চুল্লির বিদ্যুৎ সংযোগের তার কেটে ছিন্নভিন্ন করে দিয়েছে ইঁদুর। তাই দাহকাজ বন্ধ রেখে রাত পর্যন্ত পুরসভার আলো বিভাগের ইঞ্জিনিয়াররা চুল্লির বৈদ্যুতিক সমস্যা সমাধানের চেষ্টা চালান।
বিদ্যুৎ বিভ্রাটের খবর পেয়ে শ্মশানে পৌঁছন সিইএসসি-র কর্মীরা৷ গোটা বিষয়টি খতিয়ে দেখে তাঁরা জানান, শ্মশানে বিদ্যুৎ সরবরাহকারী হাই টেনশন সুইচ বক্সে ঢুকে পড়ে বিদ্যুৎ সংযোগের তার কেটে ফালাফালা করে দিয়েছে বড় আকারের একটি ইঁদুর৷ যার জেরে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে গোটা শ্মশানের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা৷ সেদিন কাশীপুর মহাশ্মশানে দাহ করার জন্য নিয়ে আসা মৃতদেহ নিমতলা এবং কাশী মিত্র শ্মশানে পাঠিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হয়।
কলকাতা পুরসভার স্বাস্থ্য ও আলো বিভাগের কর্মকর্তারা জানান, শ্মশানের আশপাশে নানা রকমের রীতি পালন করা হয়। যার জেরে শ্মশান সংলগ্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকে বিভিন্ন ধরনের খাবার। খই, কলা, আতপ চাল, তিল ইত্যাদি ছড়িয়ে থাকার কারণে ইঁদুরের উপদ্রব দেখা যায়। এর ফলে শ্মশানে বিদ্যুৎ সংযোগে সমস্যা সৃষ্টি হচ্ছে এবং সৎকারের কাজ বাধাগ্রস্ত হচ্ছে। শ্মশানে ইঁদুরের উপস্থিতি শুধু মৃতদেহ সৎকারের কাজের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করছে না, বরং শহরের বিভিন্ন স্থানে সেতু ও রাস্তার ব্যাপক ক্ষতি করছে।