পূর্ব বর্ধমানের কালনায় তাঁদের টাকা আত্মসাৎ করার প্রতিবাদে সমবায়ের ম্যানেজারের বাড়ি ঘেরাও করে অবস্থান বিক্ষোভ করলেন চাষিরা। কালনা-২ ব্লকের কুমোরপাড়া কৃষি সমবায় উন্নয়ন সমিতির ম্যানেজারের বিরুদ্ধে ৪০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ তোলা হয়। যদিও এর দায় স্বীকার করেন সমবায়ের ম্যানেজার। ধাপে ধাপে চাষিদের টাকা দিয়ে দেবেন বলেও এদিন চাষিদের আশ্বাস দিলেন। ওই সমবায় থেকে বছর তিনেক আগে চাষিরা কৃষি ঋণ নেন। সময় মতো তা শোধও করে দেন। চাষের ক্ষতিপূরণে বীমার টাকাও পান চাষিরা। অভিযোগ, সমবায়ের ম্যানেজার সঞ্জিত ঘোষ চাষিদের ঋণ শোধের নকল চালান দিয়ে টাকা নেন। সেই টাকা তিনি অ্যাকাউন্টে জমা করেননি।
অন্যদিকে, বীমার ক্ষতিপূরণের টাকাও অ্যাকাউন্টে ঢুকলে তাও ম্যানেজার আত্মসাৎ করেন বলে চাষিদের অভিযোগ। চাষিদের বক্তব্য, আমরা ঋণের টাকা পরিশোধ করলেও ম্যানেজার জমা করেননি। ঋণ পরিশোধের টাকা ও বীমার ক্ষতিপূরণের টাকা সবই ম্যানেজার আত্মসাৎ করেছেন। প্রায় ৪০ লক্ষ টাকা আত্মসাৎ হয়েছে বলে দাবি করা হয়েছে। এই বিষয়ে তারা বিভিন্ন জায়গায় অভিযোগ করেও টাকা ফেরত পাচ্ছেন না। তাই এদিন বাধ্য হয়ে ম্যানেজারের বাড়ি ঘেরাও করে অবস্থান বিক্ষোভে শামিল হন চাষিরা। তাঁদের একটাই দাবি, ম্যানেজার মাসের পর মাস টাকা ফেরৎ দেবেন বলে কথা দিয়েও শুধুই ঘোরাচ্ছেন। তাঁদের কষ্টের টাকা অবিলম্বে ফেরত দিতে হবে। এদিকে ম্যানেজার সঞ্জিত ঘোষ বলেন, আমার ভুলের কারণেই এই ঘটনা ঘটেছে। এর দায় আমি মাথা পেতে নিচ্ছি। সকলে যাতে টাকা পান তার জন্য অন্য জায়গা থেকে টাকা জোগাড় করে ও জমি বেচে হলেও পরিশোধ করব।