• facebook
  • twitter
Thursday, 28 November, 2024

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার বন্ধ হওয়া উচিত: নওশাদ 

এবার এবিষয়ে মুখ খুললেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বিধায়ক নওশাদ সিদ্দিকি। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনার নিন্দা করেছেন তিনি।

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা নিয়ে সরব হয়েছে ভারত। এবিষয়ে কেন্দ্রের পাশে দাঁড়িয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে তৃণমূল। এবার এবিষয়ে মুখ খুললেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বিধায়ক নওশাদ সিদ্দিকি। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনার নিন্দা করেছেন তিনি। সে দেশের পরিস্থিতি দ্রুত মিটিয়ে নেওয়ার আবেদন জানিয়েছেন নওশাদ। সংখ্যালঘুদের উপর এরকম অত্যাচার দ্রুত বন্ধ করার দাবি জানান তিনি।

এদিন নওশাদ বলেন, ‘বাংলাদেশে যা ঘটছে এটা কোনও ভাবে কাম্য নয়। যদিও, এটা আন্তর্জাতিক বিষয়, তবুও এই ঘটনা কাম্য নয়। প্রার্থনা করি বাংলাদেশ শান্ত থাকুক। পাশাপাশি যেভাবে সংখ্যালঘুদের উপর যেভাবে দমন-পীড়ন হচ্ছে খবর পাচ্ছি তা বন্ধ হওয়া উচিত।’

সম্প্রতি ইসকনের সাধু চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেপ্তারি নিয়ে বাংলাদেশে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। পড়শি দেশের পাশাপাশি ভারতেও চিন্ময়কৃষ্ণের গ্রেপ্তারির প্রতিবাদে বিভিন্ন কর্মসূচি হচ্ছে। রাস্তায় নেমে প্রতিবাদে শামিল হচ্ছেন বহু মানুষ। সবথেকে বেশি আঁচ পড়েছে পশ্চিমবঙ্গে। এই পরিস্থিতিতে কেন্দ্রের তরফে ঢাকাকে কড়া বার্তা দেওয়া হয়েছে। একটি বিবৃতি জারি করে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রতিবাদ জানিয়েছে ভারত। এই ইস্যুতে কেন্দ্রের পদক্ষেপকেই সমর্থন জানিয়েছে তৃণমূল কংগ্রেসও। এবার বাংলাদেশ ইস্যুতে সরব হলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি।