আরপিএফের তৎপরতায় সেকেন্দ্রাবাদ থেকে হাওড়াগামী ইস্ট কোস্ট এক্সপ্রেসের বাতানুকূল টু টায়ার কামরা থেকে উদ্ধার হল ৩০২টি চোরাই মোবাইল ফোন। দুই সন্দেহভাজন যাত্রীকে পুলিশ গ্রেফতার করে। তাদের জিজ্ঞাসাবাদ করে খড়গপুর সাউথ সাইড এলাকা থেকে একটি মারুতি আরটিগা গাড়ি এবং তিন লক্ষ একানব্বই হাজার টাকা বাজেয়াপ্ত করা হয় এবং গ্রেপ্তার করা হয় আরও ৪ জনকে।
আরপিএফ সূত্রে জানা গিয়েছে, গত ২৫ নভেম্বর হাওড়াগামী ইস্ট কোস্ট এক্সপ্রেসের বাতানুকুল টু টায়ার কামরায় ডিউটি করার সময় ২ যাত্রীর আচরণ দেখে আরপিএফের মহিলা এসকর্ট টিমের সন্দেহ হয়। যাত্রীদের একজন পুলি বাণেশ, আরেকজন সাধুপতি মহালক্ষ্মী। এদের সঙ্গে থাকা তিনটি ব্যাগে তল্লাশি চালিয়ে ৩০২টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের জেরে এই দুই যাত্রী জানান, তারা কুরিয়ারের কাজ করছেন। সেকেন্দ্রাবাদ থেকে চোরাই মোবাইল ফোন শালিমারে রিসিভারের কাছে পৌঁছে দেওয়াই তাদের কাজ । প্রতিটি মোবাইল পিছু তারা ১৫০০০ টাকা করে পাবেন। তাদের আরো জিজ্ঞাসাবাদ করে সাউথ সাইড এলাকায় একটি মারুতি আরটিগা গাড়ি থেকে চার দুষ্কৃতিকে ৩ লক্ষ ৯১ হাজার টাকা নগদ সহ আটক করা হয়। গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়। ধৃত দুষ্কৃতীদের নাম হল সালামত আলী, আশরাফ আলী, সৈয়দ মহম্মদ উমর নিজামি এবং ব্রহ্মদেও যাদব । আরপিএফ সূত্রে আরও জানা গিয়েছে, বাজেয়াপ্ত চোরাই মোবাইলের আনুমানিক মূল্য ৬০ লক্ষ টাকা । আটক ৬ জনকে জিআরপির হাতে তুলে দেওয়া হয়।