• facebook
  • twitter
Wednesday, 27 November, 2024

আঙুলের চোট এখনও সারেনি, দ্বিতীয় ম্যাচেও অনিশ্চিত শুভমন গিল

প্রথম টেস্টে শুভমনের জায়গায় তিন নম্বরে দেবদত্ত পাড়িক্কল ব্যাট করেছিলেন। ওপেন করেছিলেন লোকেশ রাহুল এবং যশস্বী জয়সওয়াল।

শুভমন গিল। ফাইল চিত্র।

প্রথম টেস্টের আগে আঙুলে চোট লেগেছিল শুভমন গিলের। যে কারণে ‘পার্থ’ এ খেলতে পারেননি তিনি। দ্বিতীয় টেস্ট অ্যাডিলেডে। শুরু হবে ৬ ডিসেম্বর থেকে। কিন্তু এখনও সুস্থ নন শুভমন। তাই দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন কি না তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
বর্ডার গাভাসকর ট্রফির প্রথম টেস্টে সহজেই জয় পেয়েছে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়াকে ২৯৫ রানে হারিয়ে দিয়েছে বুমরাহ বাহিনী। পরের পরীক্ষা অ্যাডিলেডে দিন-রাতের টেস্টে। তার আগে মনে করা হচ্ছিল সুস্থ হয়ে যাবেন ভারতের এই নির্ভরযোগ্য ব্যাটার। কিন্তু জানা যাচ্ছে, চোট সারেনি শুভমান গিলের। ফলে দ্বিতীয় টেস্টের আগে অস্বস্তি বাড়ল টিম ইন্ডিয়ার।
টেস্টের আগে ম্যাচ প্র্যাকটিসে স্লিপে ফিল্ডিংয়ের সময় চোট পেয়েছিলেন শুভমান। যে কারণে ম্যাচে নামা হয়নি। তবে আশা করা গিয়েছিল দ্রুত সুস্থ হয়ে উঠবেন তিনি। এমনকী প্রথম টেস্টের আগে সাংবাদিক সম্মেলনেও সেই আশার কথা জানিয়েছিলেন বোলিং কোচ মর্নি মর্কেল।
শনিবার থেকে ভারত ক্যানবেরায় দু’দিনের একটি অনুশীলন ম্যাচ খেলবে। সেখানে শুভমনের খেলার সম্ভাবনা নেই। তাঁকে বিশ্রাম নিতে বলা হয়েছে। বোর্ডের এক কর্তা বলেন, ‘চোটের পর দলের চিকিৎসকেরা শুভমনকে ১০-১৪ দিনের জন্য বিশ্রাম নিতে বলেছিলেন। তাই এই সপ্তাহের শেষে অনুশীলন ম্যাচে খেলতে পারবে না শুভমান। দ্বিতীয় টেস্টেও খেলতে পারবে কি না তা এখন বলা যাচ্ছে না। দেখা যাক ও কত তাড়াতাড়ি সুস্থ হতে পারে। ওর আঙুল কেমন থাকে। ব্যথা কমলেও খেলার মতো পরিস্থিতি তৈরি হতে সময় লাগবে।’
প্রথম টেস্টে শুভমনের জায়গায় তিন নম্বরে দেবদত্ত পাড়িক্কল ব্যাট করেছিলেন। ওপেন করেছিলেন লোকেশ রাহুল এবং যশস্বী জয়সওয়াল। শুভমন না ফিরলেও দ্বিতীয় টেস্টে দলে ফিরবেন রোহিত শর্মা। তিনি ওপেনিংয়ে ফিরলে রাহুলকে তিন নম্বরে খেলাতে পারে দল।
টেস্টে এক সময় ওপেন করেছেন শুভমন। কিন্তু রান না পাওয়ায় তাঁকে তিন নম্বরে খেলানো হয়। সেখানে সফল হন তিনি। ভারতের হয়ে ২৯টি টেস্টে ১৮০০ রান করেছেন শুভমন। করেছেন পাঁচটি শতরানও। তিন ধরনের ক্রিকেটেই দেশের হয়ে শতরান রয়েছে শুভমনের।