সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বাংলার জয়ের ধারা অব্যহত। পঞ্জাবকে ৪ উইকেটে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলা। এরপর বাংলা হায়দরাবাদের বিরুদ্ধে ৮ উইকেটের দাপুটে জয় ছিনিয়ে নেয়। আর বুধবার, মিজোরামকেও উড়িয়ে দিল বাংলা। নেপথ্যে বাংলার ওপেনার অভিষেক পোড়েল। ৪৫ বলে তাঁর ৮১ রানের ইনিংস বাংলাকে জয়ের দিকে এগিয়ে দেয়। ১৮০ স্ট্রাইক রেটে অভিষেকের এই ইনিংস নিয়ে চর্চা হচ্ছে। মুস্তাক আলিতে এর আগে হায়দরাবাদ ম্যাচে ৪১ রান করেছিলেন বাংলার উইকেটকিপার ব্যাটার অভিষেক।
সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম সি-তে টস জিতে মিজোরামের বিরুদ্ধে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলা। প্রথমে ব্যাটিং করে ৪ উইকেটে ১৫৭ রান তোলে মিজোরাম। রঞ্জিতে অনবদ্য পারফর্ম করা অগ্নি চোপড়ার ব্যাট বাংলার বিরুদ্ধে জ্বলেনি। তিনি ১৩ বলে ১৩ করেন। চারে নামা মোহিত জাঙ্গরা ৪৯ বলে ৮০ রানে অপরাজিত থাকেন। এরপর ১৫৮ রানের টার্গেট তাড়া করতে নেমে বাংলার দুই ওপেনার অভিষেক পোড়েল ও করণ লাল অনবদ্য পারফর্ম করেন। তাঁদের ওপেনিং জুটিতে ওঠে ১৩১ রান। ২৭ বলে হাফসেঞ্চুরি করেন অভিষেক। মিজো ক্যাপ্টেন চিরাপ্পা পান অভিষেকের উইকেট। তাঁর ৮১ রানের ইনিংসের পথে আসে ৯টি চার ও ৪টি ছয়। ২৭ বল বাকি থাকতে এই ম্যাচ ৮ উইকেটে জিতেছে বাংলা।
অভিষেকের এই দুরন্ত পারফরম্যান্স কিন্তু তার আই পি এলে দিল্লি ক্যাপিটালসে খেলার সম্ভাবনা উজ্জ্বল করছে। মেগা নিলামে লোকেশ রাহুল, জ্যাক ফ্রেজার ম্যাকগুরুককে কিনেছে দিল্লি। ফলে তাঁদের দু’জনকে ওপেনিংয়ে দেখা যেতে পারে। আর ধারাবাহিকতা দেখাতে পারলে তিনে জায়গা পেতে পারেন অভিষেক পোড়েল। এ বার দেখার দিল্লি ক্যাপিটালসের মেন্টর সৌরভ গঙ্গোপাধ্যায়ের মন অভিষেক জিততে পারবেন কিনা।