• facebook
  • twitter
Wednesday, 27 November, 2024

উলুবেড়িয়ায় তিনটি পথ দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

ভোরে বাগনানে আরও একটি দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু হয়। এখানকার কাছারি পাড়ার কাছে কলকাতার অভিমুখে যাওয়ার সময় একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। ঘটনাস্থলেই ওই লরির চালকের মৃত্যু হয়।

প্রতীকী চিত্র

কাকভোরে পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের। আজ বুধবার উলুবেড়িয়ায় ১৬ নম্বর জাতীয় সড়কে ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, কলকাতাগামী একটি লরি উলুবেড়িয়ার বীরশিবপুরের কাছে চাকা ফেটে গিয়ে মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়ে। সেসময় পিছন দিক থেকে আসছিল একটি ডাম্পার। সেটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা লরিটিকে ধাক্কা মারে। ঘটনায় ডাম্পারের চালকের ঘটনাস্থলেই মৃত্যু হয়।

এরপর দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটি সরানোর কাজ শুরু হয়। কিন্তু ফের বিপত্তি ঘটে। সেসময় অন্য একটি ম্যাটাডোর নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারের পিছনে ধাক্কা মারে। যার জেরে ম্যাটাডোর চালকেরও মৃত্যু হয়।

এছাড়া বুধবার ভোরে বাগনানে আরও একটি দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু হয়। এখানকার কাছারি পাড়ার কাছে কলকাতার অভিমুখে যাওয়ার সময় একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। ঘটনাস্থলেই ওই লরির চালকের মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে দুই জায়গায় ঘটে যাওয়া তিনটি দুর্ঘটনায় মৃত তিনজনের দেহ উদ্ধার করে। এবং ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়ার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।