• facebook
  • twitter
Wednesday, 27 November, 2024

প্রয়াগ চিটফান্ডের আর্থিক প্রতারণা কাণ্ডে গ্রেপ্তার দুই

কোম্পানির কর্ণধার বাসুদেব বাগচীকে কলকাতা থেকে এবং তাঁর পুত্র অভীক বাগচীকে মুম্বই থেকে গ্রেপ্তার করল ইডি। গ্রেপ্তারের পর তাঁদের মেডিক্যাল পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

নিজস্ব চিত্র

বুধবার প্রয়াগ চিটফাণ্ডে আর্থিক প্রতারণা কাণ্ডে দুইজনকে গ্রেপ্তার। কোম্পানির কর্ণধার বাসুদেব বাগচীকে কলকাতা থেকে এবং তাঁর পুত্র অভীক বাগচীকে মুম্বই থেকে গ্রেপ্তার করল ইডি। গ্রেপ্তারের পর তাঁদের মেডিক্যাল পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মঙ্গলবার তাঁদের নিউ আলিপুর সাহাপুর কলোনির ফ্ল্যাটে তল্লাশি চালানো হয়। এরপর বেহালা ও জোকার আরও দুই জায়গায় তল্লাশি অভিযান চালায়। আর ঠিক ২৪ ঘন্টার মধ্যে বুধবার তাদের গ্রেপ্তার করে ইডি। তাঁরা দুজনেই প্রয়াগের অন্যতম কর্ণধার।

জানা গিয়েছে, ২০১৭ সালে ওড়িশাতে প্রয়াগ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। সেই মামলায় সিবিআই-এর হাতে গ্রেপ্তার হন সংস্থার কর্ণধাররা। পরে তাঁরা জামিনে ছাড়া পেলেও ফের গ্রেপ্তার করা হল এই দুই কর্মকর্তাকে। বুধবারই দুইজনকে আদালতে তোলার কথা রয়েছে।

উল্লেখ্য, সাধারণ মানুষকে মোটা টাকা মুনাফার টোপ দিয়ে ২ হাজার ৮০০ কোটি টাকা তোলা হয়। বেআইনি স্কিমে এভাবে আমানতকারীদের কাছ থেকে টাকা তোলার অভিযোগ উঠেছে প্রয়াগ গ্রুপের বিরুদ্ধে। এভাবে আমানতকারীদের বিপুল টাকা নয়ছয় করা হয়েছে। এই বিপুল পরিমাণ টাকা কোথায় পাঠানো হয়েছে, তার হদিশ পেতেই সন্দেহজনক বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছে ইডি।