কাতারের আল খোরে আল বাইত স্টেডিয়ামে সোমবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে আল-নাসর ৩-১ গোলে হারাল আল-গারাফাকে। ম্যাচের নায়ক ছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, যিনি জোড়া গোল করে দলকে দুরন্ত জয় এনে দেন। প্রথমার্ধে গোলশূন্য অবস্থায় শেষ হওয়া ম্যাচে দ্বিতীয়ার্ধের শুরুতেই স্কোরলাইন বদলে দেন রোনাল্ডো।
সুলতান আল-গানামের করা এক নিখুঁত ক্রস থেকে হেডে বল জালে পাঠান ৩৯ বছর বয়সী এই পর্তুগিজ তারকা। এর ঠিক ১৩ মিনিট পর, অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল চমৎকার দক্ষতায় গোলরক্ষককে কাটিয়ে আল-নাসরের হয়ে ব্যবধান বাড়ান। ঘণ্টাখানেকের মাথায় রোনাল্ডো আবারও আলো ছড়ান। এবার গ্যাব্রিয়েল অ্যাসিস্ট করেন, আর রোনাল্ডো নিজের দ্বিতীয় গোলটি করেন। ৭৫ মিনিটে আল-গারাফার হয়ে জোসলু একটি সান্ত্বনাসূচক গোল করেন। তবে ম্যাচের ভারসাম্য বদলানোর জন্য তা যথেষ্ট ছিল না। ৮৪ মিনিটে সাদিও মানেকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন সিদু সানো, যার ফলে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি।
এই জয়ের ফলে আল-নাসর ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপ বি-তে দ্বিতীয় স্থানে উঠে এসেছে, পেছনে ফেলেছে স্থানীয় প্রতিদ্বন্দ্বী আল-হিলালকে। অন্যদিকে, আল-গারাফা এই হারের পর সাত নম্বরে নেমে গেছে।
আগামী ২৯ নভেম্বর সৌদি প্রো লিগে দামাকের বিপক্ষে নামবে রোনাল্ডোর দল। ঘরোয়া লিগে ফের জয়ের ধারায় ফেরাই তাদের লক্ষ্য।