• facebook
  • twitter
Tuesday, 26 November, 2024

সোনার মেয়ে সিন্ড্রেলার এখন পাখির চোখ সুইডেন টেবল টেনিস বিশ্ব চ্যাম্পিয়নশিপ

সিঙ্গলসের ময়দানে দুজনে ঘোর প্রতিপক্ষ। সিন্ড্রেলার সার্ভিস এবং শটই হচ্ছে তার অস্ত্র। জোরালো সার্ভিস এবং পরবর্তী শটেই সে পয়েন্ট জিতে নেওয়ার চেষ্টা করে।

সোনার মেয়ে সিন্ড্রেলা দাস। ফাইল চিত্র

ক্রমাগত নজর কাড়ছে কলকাতার সিন্ড্রেলা দাস। ১৫ বছর বয়সী এই খুদে টেবিল টেনিস খেলোয়াড় এর আগে জিতে এসেছে অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-১৭ রাজ্য খেতাব। ডব্লুটিটি ইউথ কনটেন্ডার প্রতিযোগিতায় স্লোভেনিয়া অনূর্ধ্ব-১৩, ইটালি অনূর্ধ্ব-১৩, আলজেরিয়া অনূর্ধ্ব-১৫, শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৫, পেরু অনূর্ধ্ব-১৫ – সবেতে সোনা জিতে এসেছে সোনার এই মেয়ে। গোয়াতে অনুষ্ঠিত জাতীয় অনূর্ধ্ব-১৭তেও সোনা জিতেছে সে। এখন তার পাখির চোখ বিশ্ব চ্যাম্পিয়নশিপ। সুইডেনে অনুষ্ঠিত এই বছরের আইটিটিএফ বিশ্ব যুব চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় সোনা জেতাই লক্ষ্য তার।

বাঘাযতীনের একটি স্থানীয় ক্লাবে তার টেবিল টেনিসে হাতেখড়ি। তার খেলা দেখে তার মা ভালো জায়গায় প্রশিক্ষণ করানোর সিদ্ধান্ত নেন। তাকে ভর্তি করানো হয় ধুনসেরি ধানুকা সৌম্যদীপ পৌলমী টেবল টেনিস অ্যাকাডেমিতে।
মূলত সিঙ্গলস খেলতেই পছন্দ করে সে।

তবে ডবলস খেলায় তার পার্টনার হচ্ছে মহারাষ্ট্রের দিব্যাংশি ভৌমিক। যদিও, সিঙ্গলসের ময়দানে দুজনে ঘোর প্রতিপক্ষ। সিন্ড্রেলার সার্ভিস এবং শটই হচ্ছে তার অস্ত্র। জোরালো সার্ভিস এবং পরবর্তী শটেই সে পয়েন্ট জিতে নেওয়ার চেষ্টা করে।

সুইডেন থেকেও যাতে এই মেয়ে সোনা জিতে সবার মুখ উজ্জ্বল করে, তাই কামনা।