সংবিধান দিবসে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। রাজ্য বিধানসভার অধিবেশন থেকে তিনি বলেন, সংসদের দুই কক্ষেই বিরোধীরা কথা বলতে পারেন না। গণতন্ত্রকে প্রতিনিয়তই হত্যা করছে বিজেপি। জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর সংবিধান নিয়ে আলোচনা করা প্রয়োজন। অন্যান্য বিভিন্ন অনুচ্ছেদ নিয়েও আলোচনার দরকার আছে।
কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বঞ্চনারও অভিযোগ তোলেন শোভনদেব। রাজ্যের পরিষদীয় মন্ত্রী বলেন, বিভিন্ন রাজ্যের প্রাপ্য টাকা আটকে রেখেছে কেন্দ্র। সংবিধান না মেনে এই আচরণ করছে। এর ফলে রাজ্যের লক্ষ লক্ষ মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।
সংবিধান দিবস উপলক্ষে রাজ্য বিধানসভায় চলছে দু’দিনের বিশেষ অধিবেশন। মঙ্গলবার এই অধিবেশন শুরু হয়েছে। বুধবার তা শেষ হবে। মঙ্গলবারের অধিবেশনে শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, একাধিকবার বলা সত্ত্বেও কেন্দ্র আমাদের প্রাপ্য টাকা আটকে রেখেছে। এভাবে সংবিধানকে লঙ্ঘন করা হচ্ছে। কেন আমাদের প্রাপ্য টাকা আটকে রাখা হচ্ছে, তার সদুত্তর দিতে পারেনি কেন্দ্র। এভাবেই গণতন্ত্রকে প্রতিনিয়ত হত্যা করা হচ্ছে।
মঙ্গলবার সন্ধ্যায় সংবিধান দিবস উপলক্ষে রাজভবনে একটি বিশেষ আলোচনাসভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে পৌরোহিত্য করবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।