অস্ট্রেলিয়া ছাড়ছেন গৌতম গম্ভীর। অনুশীলন ম্যাচ খেলতে ভারতীয় দল ক্যানবেরা যাবে। কিন্তু দলের সঙ্গে যাবেন না ভারতীয় কোচ। তিনি দেশে ফিরছেন। হঠাৎ করে গৌতম গম্ভীর দেশে ফিরছেন কেন? সেই নিয়ে নিয়ে শুরু হয়েছিল জল্পনা। শোনা যাচ্ছে, পারিবারিক কারণে দেশে ফিরছেন গম্ভীর। বিস্তারিত জানা না গেলেও সূত্রের খবর, পরিবারের কেউ অসুস্থ হয়েছে। সেই কারণেই তড়িঘড়ি দেশে ফিরছেন ভারতের কোচ।
সোমবার অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারত প্রথম টেস্ট জিতে নিয়েছে ‘পার্থ’ এ । ২৯৫ রানে জিতেছে ভারত। পরের টেস্ট ৬ ডিসেম্বর থেকে। সেটা আবার অ্যাডিলেডে পিঙ্ক বল টেস্ট, যেখানে গতবার ৩৬ রানে অল আউটের কলঙ্কও রয়েছে। গম্ভীর অবশ্য তার আগেই ফিরবেন। জানা যাচ্ছে, ৩ ডিসেম্বর দলের সঙ্গে যোগ দেবেন তিনি। অর্থাৎ, অ্যাডিলেডে নামার আগেও ২-৩ দিন সময় থাকবে। এই সময়টা অবশ্য ভারতীয় দল ব্যস্ত থাকবে দ্বিতীয় টেস্টের জন্য অজিদের মহড়ায়।
৩০ নভেম্বর থেকে ক্যানবেরায় ভারতীয় দল পিঙ্ক বলে প্র্যাক্টিস ম্যাচ খেলবে। গম্ভীরের অনুপস্থিতিতে সহকারী কোচ অভিষেক নায়ার, রায়ান টেন দুশখাতে, বোলিং কোচ মর্নি মর্কেল ও ফিল্ডিং কোচ টি দিলীপ দায়িত্ব সামলাবেন। দ্বিতীয় টেস্টে দলে ফিরবেন অধিনায়ক রোহিত শর্মা। তিনি প্রথম টেস্টে খেলেননি। তবে ইতিমধ্যেই অস্ট্রেলিয়া পৌঁছে গিয়েছেন রোহিত। সেখানে গোলাপি বলে অনুশীলনও করছেন তিনি। রোহিতকে ‘পার্থ’ -এর সাজঘরেও দেখা গিয়েছে। তিনি না থাকায় লোকেশ রাহুল ওপেন করেছিলেন। সঙ্গে ছিলেন যশস্বী জয়সওয়াল। মনে করা হচ্ছে রোহিত ফেরায় রাহুল আবার মিডল অর্ডারে ফিরবেন। চোট সারিয়ে দ্বিতীয় টেস্টে দলে ফিরতে পারেন শুভমন গিলও। তিন নম্বরে তাঁর জায়গায় খেলেছিলেন দেবদত্ত পাড়িক্কল। তাঁকে পরের টেস্টে বসতে হতে পারে।