• facebook
  • twitter
Tuesday, 26 November, 2024

রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস হাসপাতালে ভর্তি

দেশের বাহ্যিক খাতও শক্তিশালী এবং চলতি অ্যাকাউন্ট ঘাটতি (সিএডি) পরিচালনাযোগ্য সীমার মধ্যে রয়েছে। কারণ এটি বর্তমানে জিডিপির ১.১ শতাংশে দাঁড়িয়েছে। এর আগে ২০১০ ও ২০১১ সালে তা ছিল ছয় থেকে সাত শতাংশের মধ্যে।

রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস। ফাইল চিত্র

রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাসকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সামান্য স্বাস্থ্য সমস্যার কারণে তাঁকে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হতে হয়েছে। এ বিষয়ে আরবিআই জানিয়েছে, ‘উদ্বেগের কোনও কারণ নেই।’ তাদের মতে গভর্নর “অ্যাসিডিটি অনুভব করছিলেন”। এবিষয়ে আরবিআই-এর মুখপাত্র জানিয়েছেন, তাঁর অবস্থা স্থিতিশীল। ওই মুখপাত্র বলেন, ‘তিনি এখন ভাল আছেন এবং আগামী ২-৩ ঘন্টার মধ্যে তাঁকে ছেড়ে দেওয়া হবে।’

প্রসঙ্গত গত সপ্তাহে, শক্তিকান্ত দাস বলেছিলেন, ভারতীয় অর্থনীতি বৈশ্বিক ঘটনাবলী থেকে যে কোনও প্রতিকূল পরিণতি সামলানোর জন্য যথেষ্ট শক্তিশালী। কোচি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, ‘আজ ভারতীয় অর্থনীতির প্রবৃদ্ধি স্থিতিশীলতা ও শক্তির চিত্র তুলে ধরেছে।’

দেশের বাহ্যিক খাতও শক্তিশালী এবং চলতি অ্যাকাউন্ট ঘাটতি (সিএডি) পরিচালনাযোগ্য সীমার মধ্যে রয়েছে। কারণ এটি বর্তমানে জিডিপির ১.১ শতাংশে দাঁড়িয়েছে। এর আগে ২০১০ ও ২০১১ সালে তা ছিল ছয় থেকে সাত শতাংশের মধ্যে।

কেন্দ্রীয় ব্যাংকের প্রধান আরও উল্লেখ করেন, ভারতে প্রায় ৬৭৫ বিলিয়ন মার্কিন ডলারের বৈদেশিক মুদ্রার মজুদ রয়েছে। তিনি দাবি করেন, পর্যায়ক্রমিক উত্থান-পতন সত্ত্বেও দেশের মুদ্রাস্ফীতির হার মাঝারি থাকবে বলে আশা করা হচ্ছে। খাদ্য মুদ্রাস্ফীতির কারণে ভারতের মুদ্রাস্ফীতির হার অক্টোবরে বেড়ে ৬.২ শতাংশে দাঁড়িয়েছে, যা সেপ্টেম্বরে ৫.৫ শতাংশ ছিল।

মুদ্রাস্ফীতির বিষয়টিকে একটি হাতির সঙ্গে তুলনা করে শক্তিকান্ত দাস মন্তব্য করেন, ‘এখন হাতিটি ঘর থেকে হাঁটতে বেরিয়েছে, তারপর আবার জঙ্গলে ফিরে যাবে।’