দিল্লি বিশ্ববিদ্যালয়ের সভাপতি পদে জিতল এনএসইউআই। ন্যাশনাল স্টুডেন্ট ইউনিয়ন অফ ইন্ডিয়া সভাপতি এবং যুগ্ম সম্পাদক পদে জয়ী হয়েছে। অন্যদিকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বা এবিভিপি সম্পাদক এবং সহ-সভাপতি পদে জয়ী হয়েছে। কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই ৭ বছর পর সভাপতি পদে জয় পেল। সভাপতি পদে জয়ী প্রার্থী রৌনক খাত্রী দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে আইন নিয়ে পড়াশোনা করছেন।
দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ন্যাশনাল স্টুডেন্ট ইউনিয়ন অফ ইন্ডিয়ার সভাপতি পদের প্রার্থী রৌনক খাত্রী ২০ হাজার ২০৭টি ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ঋষভ চৌধুরী ১৮ হাজার ৮৬৪টি ভোট পেয়েছেন। সহ-সভাপতি পদে এবিভিপির প্রার্থী ভানু প্রতাপ ২৪ হাজার ১৬৬টি ভোট পেয়েছেন। এনএসইউআই প্রার্থী যশ নন্দল ১৫ হাজার ৪০৪টি ভোট পেয়েছেন।
সম্পাদক পদে জয়ী হয়েছে এবিভিপি। এই পদে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের মিত্রবিন্দ কর্নাওয়াল ১৬ হাজার ৭০৩টি ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ন্যাশনাল স্টুডেন্ট ইউনিয়ন অফ ইন্ডিয়ার নম্রতা জেফ মীনা ১৫ হাজার ২৩৬টি ভোট পেয়েছেন। অন্যদিকে যুগ্ম সম্পাদক পদে এনএসইউআই-এর লোকেশ মোট ২১ হাজার ৯৭৫টি ভোট পেয়েছেন। এবিভিপির আমান কাপাসিয়া ১৫ হাজার ২৪৯টি ভোট পেয়েছেন।
দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের গণনা চলাকালীন সামান্য উত্তেজনার সৃষ্টি হয়। দ্বিতীয় রাউন্ডের পরে ন্যাশনাল স্টুডেন্ট ইউনিয়ন অফ ইন্ডিয়ার কর্মীরা ভোট গণনা নিয়ে আপত্তি জানিয়ে প্রতি ঘণ্টায় ইভিএম ডেটা দাবি করায় কিছু সময়ের জন্য গণনা বন্ধ করা হয়েছিল। যদিও পরে বিষয়টি মীমাংসা করে আবার ভোট গণনা শুরু হয়।