• facebook
  • twitter
Monday, 25 November, 2024

পথদুর্ঘটনা, মৃত দুই

প্রথম ঘটনাটি ঘটেছে সকাল সাড়ে ছটা নাগাদ কসবা থানা এলাকার রুবি মোড়ের কাছে। অন্যদিকে বেলা সাড়ে এগারোটা নাগাদ বেসরকারি বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছেন তারা যাদব নামের এক প্রৌঢ়।

প্রতীকী চিত্র

সপ্তাহের শুরুতে পথদুর্ঘটনার কবলে পড়ে শহরের দুই প্রান্তে প্রাণ হারালেন দুজন। প্রথম ঘটনাটি ঘটেছে সকাল সাড়ে ছটা নাগাদ কসবা থানা এলাকার রুবি মোড়ের কাছে। মৃতের নাম অতনু মুখার্জী (৩৯) বলে জানিয়েছে পুলিশ। তিনি তিলজলার বাসিন্দা।

পুলিশ সূত্রে খবর, এদিন সকালে ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন স্থানীয়েরা। পাশেই পড়েছিল স্কুটার। পরে কসবা থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। ঘটনার প্রাথমিক তদন্তে নেমে পুলিশের অনুমান, পথদুর্ঘটনার জেরেই মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। একই সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজও। তবে দেহ ময়নাতদন্তের পর পুরো বিষয়টি পরিষ্কার হবে বলে জানিয়েছেন তদন্তকারী আধিকারিকরা।

অন্যদিকে বেলা সাড়ে এগারোটা নাগাদ বেসরকারি বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছেন তারা যাদব নামের এক প্রৌঢ়। তিনি বিপ্রদাস লেনের বাসিন্দা বলে জেনেছে পুলিশ। এদিন সকালে বিকে পাল অ্যাভিনিউ এবং অহিরীটোলা ক্রসিংয়ের সংযোগস্থলে রাস্তা পেরোনোর সময় তাঁকে ধাক্কা মারে এক বেসরকারি বাস। স্থানীয়রা উদ্ধার করে তাঁকে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তারা যাদবকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনায় অভিযুক্ত বাসকে আটক করলেও চালক পলাতক।