• facebook
  • twitter
Monday, 25 November, 2024

বিধায়কের শ্বশুর বাড়িতে বিদ্যুৎ চুরি, আলোড়ন খন্ডঘোষে

খবর জানাজানি হতেই রাজনৈতিক মহলে আলোড়ন পড়ে। খন্ডঘোষ এর স্থানীয় সিপিএম নেতা বিনোদ ঘোষ ও বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র এ ঘটনা নিয়ে শাসক দলের কঠোর সমালোচনা করেছেন।

খণ্ডঘোষের বিধায়কের শ্বশুরবাড়ি। ছবি: সংগৃহীত।

খোদ বিধায়কের শ্বশুর বাড়িতেই বিদ্যুৎ চুরির ঘটনায় উত্তাল রাজনৈতিক মহল। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের খন্ডঘোষ ব্লকের খন্ডঘোষ গ্রামে। এখানকার তৃণমূল কংগ্রেস বিধায়ক নবীন চন্দ্র বাগের শ্বশুর বাড়িতে হুকিং করে বিদ্যুৎ চুরি হচ্ছে এই খবর প্রমাণ সহ পৌঁছে যায় জেলাশাসক দপ্তরে। ঘটনাটি নিয়ে বিজেপি ও সিপিএম নেতারা রীতিমত কটাক্ষ শুরু করেছেন। তবে বিধায়কের শ্বশুর বাড়ির লোকজন বিদ্যুৎ চুরির ঘটনা স্বীকার করে কেন বিদ্যুৎ চুরি করেছেন তা নিয়ে সাফাই দিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে বিধায়কের শ্বশুর বাড়িতে হুকিং করে বিদ্যুৎ চুরি চলছে। আশপাশের লোকজন অভিযোগ করেন এ বিদ্যুৎ দপ্তরে অভিযোগ জানিয়েও কোন কাজ হয়নি। এর পর পুরো ঘটনার কথা জানিয়ে পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েষা রানীর কাছে অভিযোগ জানানো হয়। আর ওই খবর জানাজানি হতেই রাজনৈতিক মহলে আলোড়ন পড়ে। খন্ডঘোষ এর স্থানীয় সিপিএম নেতা বিনোদ ঘোষ ও বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র এ ঘটনা নিয়ে শাসক দলের কঠোর সমালোচনা করেছেন।

জেলাশাসক পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন। অন্যদিকে বিধায়কের শ্বাশুড়ি সুমিত্রা রায় ও শ্যালক অভিজিৎ রায় বলেছেন, বিদ্যুৎ চুরি করে ভুল করেছি। সুমিত্রা রায় বলেন, ‘আমরা খুবই গরিব, ১০ হাজার টাকা বিল বাকি থাকায় লাইন কেটে দেওয়ার পর হুকিং করা হয়। এ ধরনের কাজ ভুল হয়েছে।