• facebook
  • twitter
Monday, 25 November, 2024

বড় মা-র মন্দিরে যেতে পারেন মমতা, জানালেন নৈহাটির বিধায়ক সনৎ

উপনির্বাচনে তৃণমূলকে ঢেলে ভোট দিয়েছে জনতা। ৬ এ ৬-ই শুধু নয়, বিভিন্ন কেন্দ্রে প্রার্থীরা রেকর্ড ভোটে জয়লাভ করেছেন। নৈহাটি আসনে জয় পেয়েছেন তৃণমূল প্রার্থী সনৎ দে।

উপনির্বাচনে তৃণমূলকে ঢেলে ভোট দিয়েছে জনতা। ৬ এ ৬-ই শুধু নয়, বিভিন্ন কেন্দ্রে প্রার্থীরা রেকর্ড ভোটে জয়লাভ করেছেন। নৈহাটি আসনে জয় পেয়েছেন তৃণমূল প্রার্থী সনৎ দে। সেই নৈহাটিতে এবার যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বড় মা-র মন্দিরে পুজোও দেবেন তিনি। এমনটাই জানিয়েছেন নৈহাটির তৃণমূল প্রার্থী সনৎ দে। প্রায় ৫০ হাজার ভোটে নৈহাটি আসন থেকে জিতেছেন সনৎ।

সোমবার সনৎ জানান, নৈহাটির বড়মার মন্দিরে যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। মন্দিরে গিয়ে মা-কে দর্শন করার পাশাপশি পুজোও দিতে পারেন তিনি। একই সঙ্গে উপনির্বাচনে দলীয় প্রার্থীকে ভোট দেওয়ার জন্য সাধারণ মানুষকে ধন্যবাদ জানাবেন তৃণমূল সুপ্রিমো।

নৈহাটির বড় মা মন্দিরের খ্যাতি কারও অজানা নয়। শুধু রাজ্যের বিভিন্ন প্রান্তের নয়, দেশেরও নানা জায়গার মানুষ বড় মা-র কাছে পুজো দিতে আসেন। এর আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বড় মা-র মন্দিরে গিয়ে পুজো দিতে এসেছেন। উপনির্বাচনের ভোট প্রচার চলাকালীন বিভিন্ন দলের প্রার্থীরা বড় মা-র আশীর্বাদ নিয়ে আসেন।

নৈহাটি আসনে বিজেপি প্রার্থী রূপক মিত্রের বাক্সে পড়েছে ২৯৪৯৫টি ভোট। উল্টোদিকে তৃণমূল প্রার্থী সনৎ দে-র ঝুলিতে গিয়েছে ১,২৫,১০০টি ভোট। বাকি দলের প্রার্থীরা কয়েক যোজন পিছিয়ে রয়েছে। তৃণমূল প্রার্থী সনৎ দে নিজের বুথে ৫০০’র বেশি ভোটে জিতেছেন। অন্যদিকে বিজেপি প্রার্থী রূপক মিত্র, সিপিআইএমএল প্রার্থী দেবজ্যোতি মজুমদার এবং কংগ্রেস প্রার্থী পরেশ সরকারও নিজের বুথে হেরেছেন।

২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপির হাত থেকে কোচবিহার আসন ছিনিয়ে নেয় তৃণমূল। প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিককে হারিয়ে এই আসনে জয় হাসিল করেন তৃণমূল প্রার্থী জগদীশচন্দ্র বর্মাবসুনিয়া। লোকসভা নির্বাচনের পর কোচবিহার গিয়ে মদনমোহন মন্দিরে পুজো দিয়ে আসেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার নৈহাটি আসনে জয় আসায় মমতা যেতে চলেছেন বড় মা-র মন্দিরে।