টিউশন পড়তে গিয়ে আর বাড়িতে ফেরা হল না দুই ছাত্রীর। অবশেষে একদিন পর তাঁদের মৃতদেহ উদ্ধার হল রেল লাইনের ধারে। ওই দুই ছাত্রী সুন্দরবন আদর্শ বিদ্যামন্দিরের দ্বাদশ শ্রেণীতে পড়তেন। তাঁদের বাড়ি কাকদ্বীপের অক্ষয়নগরে। গত শনিবার নিখোঁজ হন তাঁরা। রবিবার তাঁদের মৃতদেহ উদ্ধার হয় দক্ষিণ ২৪ পরগনার কাশীনগর ও মাধবনগর স্টেশনের মাঝামাঝি এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দেহ দুটি রক্তাক্ত অবস্থায় সেখানে পড়েছিল। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই দুই অজ্ঞাত পরিচয় পড়ুয়ার মৃতদেহ উদ্ধার করে। পরে জানা যায়, মৃতদের নাম সুমিতা দাস ও সোমা জানা। সুমিতা অক্ষয়নগরে মামার বাড়িতে থাকতেন। উদ্ধার হওয়া দেহ দুটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
এদিকে মৃত দুই ছাত্রীর পরিবার ঘটনাটি জানার পর খুনের অভিযোগ করেছে। সুমিতার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সম্পূর্ণ পূর্ব পরিকল্পিতভাবে দুজনকে খুন করেছে দুষ্কৃতীরা। যদিও কে বা কারা এই খুনের সঙ্গে জড়িত থাকতে পারে, এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনও তথ্য পাওয়া যায়নি। ঘটনার তদন্তে নেমে হারউড পয়েন্ট কোস্টাল থানার পুলিশ তিন সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। রেল দুর্ঘটনার কারণে ওই দুই তরুণীর মৃত্যু হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।