সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কারখানা তৈরিতে বাধা দিয়েছিলেন কল্যাণীর বিজেপি বিধায়ক। এবার বিধায়কের পদত্যাগের দাবিতে বিধায়কের অফিস কার্যালয় ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। ঘটনাটি ঘটেছে, রবিবার নদিয়ার কল্যাণীর সেন্ট্রাল পার্ক এলাকায়।
এদিন কল্যাণী বিধানসভার বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের অফিস কার্যালয়ের সামনে জড়ো হন স্থানীয়রা। হাতে প্ল্যাকার্ড নিয়ে বিধায়কের পদত্যাগের দাবি চেয়ে স্লোগান তুলে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। যদিও সেই সময় অফিসে ছিলেন না বিধায়ক অম্বিকা রায়।
বিক্ষোভকারী বিভাসচন্দ্র মণ্ডল বলেন, কল্যাণীর কাছারিপাড়া এলাকায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ চলছে। সেই কাজে বাধা দিচ্ছেন বিজেপি বিধায়ক অম্বিকা রায়। তারই প্রতিবাদে আমাদের এই বিক্ষোভ। উন্নয়নমূলক কাজে বাধা দিচ্ছেন বিধায়ক। আমরা স্থানীয়রা চাই, কাছাড়ি পাড়ায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কারখানা হোক।
বিধায়ক অম্বিকা রায় বলেন, কাটমানি খাওয়ার জন্য তৃণমূল সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট করছে। এই ডাম্পিং গ্রাউন্ড হলে এলাকায় দুর্গন্ধে মানুষজন থাকতে পারবেন না। তাই এইসব করে কোনও লাভ নেই।