দুর্গাপুজোর মতোই পূর্ব বর্ধমানের কালনায় মহা সমারোহে হয় রাসের উৎসব। নানা আয়োজনে পুজো শেষে পূর্বস্থলী-১ নম্বর ব্লকের শ্রীরামপুরে কেন্দ্রীয় রাস উৎসব কমিটির উদ্যোগে হল পুরস্কার বিতরণ অনুষ্ঠান। অংশগ্রহণকারী বিভিন্ন বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হওয়া কমিটিগুলিকে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠান হল শ্রীরামপুর কিশোর স্টাফ ক্লাব প্রাঙ্গণে।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ, ডেপুটি ম্যাজিস্ট্রেট কৃষ্ণচন্দ্র মুন্ডা, নাদনঘাট থানার আইসি বিশ্ববন্ধু চট্টরাজ, পূর্বস্থলী ১ নম্বর ব্লকের বিডিও সঞ্জয় সেনাপতি, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক দেবাশিস নাগ সহ বিশিষ্ট ব্যক্তিগণ।
রাস উৎসব কমিটিগুলির সেরা প্রতিমা, সেরা মণ্ডপ বা সেরা আলোকসজ্জার জন্য পুরস্কার দেওয়া হয়। তার পাশাপাশি আগের ঘোষণা অনুযায়ী সমাজ সচেতনতামূলক বার্তা যেমন পথ নিরাপত্তা, বৃক্ষরোপণ, বাল্যবিবাহ রোধ, সেভ ড্রাইভ সেভ লাইফের মতো বিষয়গুলো তুলে ধরার জন্য পুরস্কৃত করা হয়েছে। ৮২টি পুজো কমিটির হাতে ১০ হাজার টাকা করে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে এসে মন্ত্রী স্বপন দেবনাথ সচেতনতার বার্তা দিয়ে দুর্ঘটনার হাত থেকে বাঁচাতে সকলকে হেলমেট পরে গাড়ি চালাতে বলেন।