• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

চলন্ত ট্রেনে ‘ভগবান’ হয়ে উঠলেন এক টিটিই, সিপিআর দিয়ে বয়স্ক যাত্রীর জীবন বাঁচালেন

কোচে উপস্থিত যাত্রীরা তখন বৃদ্ধকে বলেন, টিটিই সাহেব ঈশ্বরের দূত হয়ে এসেছেন। তিনিই আপনাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিয়েছেন। ট্রেনটি চাপড়ায় পৌঁছনোর পর চিকিৎসকরা তাঁকে প্রাথমিক চিকিৎসার পর সিভিল হাসপাতালে রেফার করেন।

সংগৃহীত চিত্র

চলন্ত ট্রেনে ফের ‘ভগবান’ হয়ে উঠলেন টিটিই। এক মুমূর্ষু যাত্রীর জীবন বাঁচিয়ে দিলেন তিনি। চাপড়ায় ভ্রমণের সময় হঠাৎ অজ্ঞান হয়ে পড়া এক বৃদ্ধের জীবন বাঁচাতে ভারতীয় রেলের টিটি রাজীব কুমার এবং মনমোহন আত্মত্যাগ করলেন। চলন্ত ট্রেনে বৃদ্ধকে সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) এবং মুখে-মুখে অক্সিজেন সহায়তা প্রদান করে তাঁর জীবন রক্ষা করলেন।

জানা গিয়েছে, এক বয়স্ক দম্পতি অমৃতসর থেকে হাজিপুরগামী আম্রপালি এক্সপ্রেসের জেনারেল কোচে ভ্রমণ করছিলেন। মাঝপথে হঠাৎ করেই ৭০ বছরের বৃদ্ধের শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং তিনি অজ্ঞান হয়ে যান। তখন তাঁর স্ত্রী চিৎকার করে সাহায্যের জন্য আবেদন করতে থাকেন। মহিলাকে দেখে ঘটনাস্থলে পৌঁছে যান টিটিই রাজীব কুমার ও মনমোহন কুমার।

বৃদ্ধের অবস্থা দেখে আর সময় নষ্ট না করে সিপিআর ও মুখে মুখে অক্সিজেন সাপোর্ট দেওয়া শুরু করেন। এভাবে প্রায় ৫ মিনিট একটানা চেষ্টার পর যাত্রীর অবস্থার উন্নতি হতে থাকে। এরপর বৃদ্ধ চোখ মেলে তাকান। কোচে উপস্থিত যাত্রীরা তখন বৃদ্ধকে বলেন, টিটিই সাহেব ঈশ্বরের দূত হয়ে এসেছেন। তিনিই আপনাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিয়েছেন। ট্রেনটি চাপড়ায় পৌঁছনোর পর চিকিৎসকরা তাঁকে প্রাথমিক চিকিৎসার পর সিভিল হাসপাতালে রেফার করেন।