রাজস্থানের কোটায় ফের ছাত্রের মৃত্যু। শুক্রবার সন্ধ্যায় হস্টেলের নিচ থেকে এক ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার দেহ উদ্ধার হয়। হস্টেলের সাত তলা থেকে ঝাঁপ দিয়ে ওই ছাত্র আত্মঘাতী হন বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। ছাত্রের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃত ছাত্রের নাম বিবেক কুমার। তিনি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এক পুলিশ আধিকারিক বলেন, ‘শনিবার, তিনি চরম পদক্ষেপ নেন। খবর পাওয়ার পর তাঁর হস্টেলের কর্মীরা তাঁকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়।’ পুলিশ আরও জানিয়েছে যে এখনও পর্যন্ত ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি।