• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

‘বায়োস্পেকট্রাম ২০২৪’ সম্মেলনে অংশগ্রহণ করলেন দেশ-বিদেশের বিজ্ঞানী-গবেষক-অধ্যাপক

সম্প্রতি বায়োটেকনোলজি এবং বায়োলজিক্যাল সায়েন্সেস নিয়ে এক আন্তর্জাতিক সম্মেলন 'বায়োস্পেকট্রাম ২০২৪' অনুষ্ঠিত হল। ইঞ্জিনিয়ারিং এবং ম্যানেজমেন্ট বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি বিভাগ দ্বারা আয়োজিত এই সম্মেলনে  অংশ নেয় রোমানিয়ার অ্যাপোলোনিয়া বিশ্ববিদ্যালয়। ১৪ থেকে ১৬ নভেম্বর তিনদিনব্যাপী  এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন  ইঞ্জিনিয়ারিং এবং ম্যানেজমেন্ট বিশ্ববিদ্যালয়ের  চ্যান্সেলর অধ্যাপক সত্যজিৎ চক্রবর্তী।

সম্প্রতি বায়োটেকনোলজি এবং বায়োলজিক্যাল সায়েন্সেস নিয়ে এক আন্তর্জাতিক সম্মেলন ‘বায়োস্পেকট্রাম ২০২৪’ অনুষ্ঠিত হল। ইঞ্জিনিয়ারিং এবং ম্যানেজমেন্ট বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি বিভাগ দ্বারা আয়োজিত এই সম্মেলনে  অংশ নেয় রোমানিয়ার অ্যাপোলোনিয়া বিশ্ববিদ্যালয়। ১৪ থেকে ১৬ নভেম্বর তিনদিনব্যাপী  এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন  ইঞ্জিনিয়ারিং এবং ম্যানেজমেন্ট বিশ্ববিদ্যালয়ের  চ্যান্সেলর অধ্যাপক সত্যজিৎ চক্রবর্তী।

ক্যান্সারের চিকিৎসায় CAR-T থেরাপি এবং সিআরআইএসপিআর প্রয়োগ ছাড়াও এই সম্মেলনে বিশ্ব জলবায়ু সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে প্রকৃতি নির্ভর সমাধানের পথ  নিয়ে আলোচনা এবং মতের আদান-প্রদান করেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ এবং গবেষকরা। আইআইটি খড়গপুর, যাদবপুর বিশ্ববিদ্যালয়, আইআইটি গৌহাটি, সম্বলপুর বিশ্ববিদ্যালয়, অসম বিশ্ববিদ্যালয়, ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট, কলকাতা, সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সিরামিক রিসার্চ ইনস্টিটিউট, সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ তামিলনাড়ুর মতো প্রতিষ্ঠানের অধ্যাপক এবং গবেষকরা এই সম্মেলনে অংশগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ের উদীয়মান বিজ্ঞানীরাও তাঁদের নিজেদের তৈরী বিভিন্ন মডেল নিয়ে এই সম্মেলনে অংশ নিয়েছিলেন।  জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে অংশগ্রহণকারীর সংখ্যা ছিল ২০০ রও বেশি।

এই সম্মেলনে বিজ্ঞানে অবদানের জন্য বিশিষ্ট বিজ্ঞানীদের এক্সিলেন্স অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হয়। পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের  চেয়ারম্যান কল্যাণ রুদ্র ,  বোস ইনস্টিটিউট, কলকাতার অধিকর্তা অধ্যাপক কৌস্তুভ সান্যাল,  সিএসআইআর-এনইইআরআই, নাগপুরের গবেষক বিজ্ঞানী শালিনী ধ্যানি, রিগেল বায়োএনভায়রন সলিউশনস প্রাইভেট লিমিটেডের বিশিষ্ট বিজ্ঞানী চিকিৎসক সঞ্চিতা মুখার্জিকে সম্মানিত করা হয়।

এই সম্মেলনে ইন্টারন্যাশনাল জেনেটিক্যালি ইঞ্জিনিয়ারড মেশিন আয়োজিত ‘সিন্থেটিক বায়োলজি’র উপর এক কর্মশালার আয়োজন করা হয়েছিল।