• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

পুলিশ লাইনের বুথে হারল তৃণমূল, মেদিনীপুরে চাঞ্চল্য

মেদিনীপুর বিধানসভার উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সুজয় হাজরা ৩৩,৯৯৬ ভোটে বিজেপি প্রার্থী শুভজিৎ রায়কে হারিয়ে জয়ী হয়েছেন।

ফাইল চিত্র

মেদিনীপুর বিধানসভার উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সুজয় হাজরা ৩৩,৯৯৬ ভোটে বিজেপি প্রার্থী শুভজিৎ রায়কে হারিয়ে জয়ী হয়েছেন। বিপুল ব্যবধানে তৃণমূলের এই জয়ে এক বালতি দুধে এক ফোঁটা চোনা পড়ার মতো মেদিনীপুর শহরের তিন নং ওয়ার্ডের ১৭৭ নম্বর বুথের ফলাফল। এই বুথে তৃণমূল প্রার্থী সুজয় পেয়েছেন ৫৯টি ভোট।

অন্যদিকে বিজেপির শুভজিৎ পেয়েছেন ১১২টি ভোট। অর্থাৎ, পুলিশ লাইনের এই বুথে বিজেপি প্রার্থী এগিয়ে রয়েছেন ৫৩টি ভোটে। পুলিশ লাইনের এই বুথে পুলিশ কর্মীদের পরিবারের লোকজন ভোট দেন। তাই এই বুথের ফলাফলকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

পুলিশের ভূমিকা নিয়ে বিরোধীরা প্রথম থেকেই সরব। মেদিনীপুর কেন্দ্রে নির্বাচনের আগের দিন পুলিশের অতি সক্রিয়তা নিয়ে মুখ খুলেছিলেন রাজ্যের বিরোধী দলনেতাও। সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশের পরিবারের ইভিএমে এই প্রতিফলন নিঃসন্দেহে রাজ্যের শাসক দলের পক্ষে অস্বস্তিকর।

বিজেপি নেতা তুষার মুখোপাধ্যায় বলেন, বিজেপির সঙ্গে কোনও রাজনৈতিক দলের লড়াই হচ্ছে না। বিজেপির লড়াই পুলিশ প্রশাসনের সঙ্গে। রাজ্যের শাসক দল পুলিশকে যেভাবে দলদাসে পরিণত করেছে, তাদের পরিবারের লোকেরা সেটা ভালোভাবে নিচ্ছেন না । ইভিএমে তারই প্রতিফলন হয়েছে। আমি পুলিশের পরিবারের সদস্যদের ধন্যবাদ জানাই।

পুলিশের পরিবারের সদস্যদের তৃণমূলের প্রতি অনাস্থা রয়েছে বলে মনে করেন না মেদিনীপুরের পুরপ্রধান সৌমেন খান। তিনি বলেন, বহু পুলিশ পরিবার আমাদের সঙ্গে রয়েছেন। পুলিশ লাইনের বুথে কেন এই ধরনের ফল হল সেটা আমাদের খোঁজ নিয়ে দেখতে হবে।