• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

কমিশনের সরিয়ে দেওয়া ৮০০ পুলিশ এসআইকে ৫ দিনের মধ্যে ফেরাচ্ছে রাজ্য

এক্ষেত্রে কমিশনের তরফে বলা হয়, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিশনের এই পদক্ষেপে স্বাভাবিকভাবে খুশি হতে পারেনি তৃণমূল কংগ্রেস নেতৃত্বাধীন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

প্রতীকী চিত্র

দেবাশিস দাস

২০২৪ সালের লোকসভা নির্বাচনের সময় কেন্দ্রীয় নির্বাচন কমিশন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার সহ একাধিক পুলিশ কর্তাকে সরিয়ে দিয়েছিল। নির্বাচন শেষ হওয়ার পর রাজ্য পুলিশের শীর্ষ পদে রাজীব কুমারকে ফেরায় নবান্ন। এছাড়া এসপি পদমর্যাদার যে আধিকারিকদের সরানো হয়েছিল, তাঁদের সিংহভাগকেই স্বপদে ফেরায় রাজ্য সরকার। নির্বাচন কমিশন এই রাজ্যের প্রায় ৮০০ জন সাব-ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিকদের তাঁদের পদ থেকে শুধু নয়, নিজের নিজের জেলা থেকে অন্যত্র সরিয়ে দেয়। এক্ষেত্রে কমিশনের তরফে বলা হয়, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিশনের এই পদক্ষেপে স্বাভাবিকভাবে খুশি হতে পারেনি তৃণমূল কংগ্রেস নেতৃত্বাধীন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

তবে নির্বাচনী জনসভাগুলিতে তৃণমূল কংগ্রেসের তরফে বলা হয়েছিল, নির্বাচন পর্ব শেষ হওয়ার পর নিশ্চিতভাবেই রাজ্য সরকার কমিশনের সরিয়ে দেওয়া পুলিশ ও প্রশাসনের আধিকারিকদের নিজের নিজের জায়গায় ফিরিয়ে আনবে। নির্বাচন শেষ হওয়ার পর কমিশনের সরিয়ে দেওয়া আধিকারিকদের একাংশকে স্বপদে রাজ্য সরকার ফেরালেও পুলিশের বিভিন্ন স্তরের কর্মীদের ফেরানোর প্রক্রিয়া আটকে ছিল। সরকারের তরফে বলা হয়েছিল, সময়মতো এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে। সম্প্রতি এই নিয়ে ভবানী ভবনে বিক্ষোভও দেখিয়েছিলেন পুলিশ পরিবারের লোকজন।

অসন্তোষ জমা হচ্ছিল পুলিশকর্মীদের একাংশের মধ্যে। অবশেষে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করল রাজ্য সরকার। রাজ্য পুলিশের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল অ্যান্ড ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (অ্যাডমিনিস্ট্রেশন) তরফে শুক্রবার এক নির্দেশিকা জারি করে বলা হয়, যে পুলিশ আধিকারিকদের লোকসভা নির্বাচনের সময় কমিশন সরিয়ে দিয়েছিল তাঁদের জেলা থেকে, দ্রুত সেইসব আধিকারিকদের নিজের নিজের জেলায় পোস্টিং দেওয়া শুরু হচ্ছে। এই প্রক্রিয়া সম্পন্ন হবে চলতি মাসের ২৭ তারিখের মধ্যে।