• facebook
  • twitter
Friday, 22 November, 2024

দ্য সবরমতী রিপোর্ট

‘মানডে ব্লুজ’ কাটিয়ে সোমবারেও ‘দ্য সবরমতী এক্সপ্রেস’-এর আয় ১.৪৫ কোটি টাকা, আর মঙ্গলবার, অর্থাৎ পঞ্চম দিনে আয় হয় ১.৬৪ কোটি টাকা। সিনেমাটিকে বহু রাজ্যে করমুক্ত ঘোষণা করা হয়েছে।

দ্য সবরমতী রিপোর্ট। ফাইল চিত্র

প্রবল বিতর্কের মধ্যেও বক্স হাউসে ঝড় তুলছে ‘দ্য সবরমতী রিপোর্ট’! অন্তত হিসেব তো তাই বলছে। মাত্র ৫ দিনে সিনেমাটির বক্স অফিস সংগ্রহ ছাড়িয়েছে ১১ কোটি! গত শুক্রবার মুক্তি পাওয়ার পর থেকে ঝড়ের বেগে টিকিট বিক্রি হয়েছে। উইকেন্ডের আলস্য কাটিয়ে সপ্তাহের শুরুতেও সেই ট্রেন্ডই বজায় রইলো। সোম-মঙ্গলেও বিকিয়ে গেল কোটি-কোটি টাকার টিকিট।

ধীরাজ শর্মা পরিচালিত এবং একতা আর কাপুর-শোভা কাপুর প্রযোজিত ‘দ্য সবরমতী রিপোর্ট’ সিনেমাটি মুক্তির সময় থেকেই শোরগোল পড়ে গিয়েছিল। ২০০২ সালে গুজরাতের গোধরাতে ট্রেন জ্বালিয়ে দেওয়ার ঘটনার উপর ভিত্তি করে তৈরি এই সিনেমা নিয়ে সমালোচকেরা যেমন সরব হয়েছেন, তেমন আবার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন বহু দর্শকও। কারোর বক্তব্য, এই সিনেমাটি রাজনৈতিক প্রচারভিত্তিক সিনেমা; আবার কেউ কেউ জানিয়েছেন, সিনেমাটিতে সমস্ত সত্যি ঘটনা তুলে ধরা হয়েছে।

বালাজী মোশন পিকচার্স এবং ভিকির ফিল্মস প্রোডাকশনের যুগ্ম ব্যানারে প্রযোজিত এই ছবিটি অনেক টালবাহানার পরে গত ১৫ নভেম্বর মুক্তি পায়। মুক্তির দিন, অর্থাৎ শুক্রবার সিনেমাটির আয় ছিল ১.৬৯ কোটি টাকা। সেখান থেকে একলাফে বেড়ে শনিবার ২.৬২ কোটি টাকা এবং রবিবারে ৩.৭৪ কোটি টাকা বক্স অফিসে আয় হয়। ‘মানডে ব্লুজ’ কাটিয়ে সোমবারেও ‘দ্য সবরমতী এক্সপ্রেস’-এর আয় ১.৪৫ কোটি টাকা, আর মঙ্গলবার, অর্থাৎ পঞ্চম দিনে আয় হয় ১.৬৪ কোটি টাকা। সিনেমাটিকে বহু রাজ্যে করমুক্ত ঘোষণা করা হয়েছে। ফলে, টিকিটের বিক্রিও সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে।

বিক্রান্ত ম্যাসে, রাশি খান্না, রিধি ডোগরার শক্তিশালী অভিনয় এবং প্লটের টানটান মোচড়ের কারণে সিনেমাটি প্রচুর হাততালি কুড়োচ্ছে।
এখনও ‘দ্য সবরমতী এক্সপ্রেস’ দেখে না থাকলে দেখে আসতে পারেন অপনার নিকটবর্তী কোনও সিনেমাহলে।