গত কয়েক সপ্তাহ ধরেই দেশের বিভিন্ন প্রান্তের বিমানগুলিতে বোমা বিস্ফোরণের হুমকি দেওয়া হচ্ছে। দিন কয়েক আগে মুম্বইয়ের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কার্যালয়ও বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। আর এবার খাস কলকাতা লাগোয়া এক বেসরকারি স্কুলে হুমকি মেল পাঠানো হল।
দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের একটি স্কুলে হুমকি মেল পাঠানো হয়েছে। মেলে লেখা ছিল – স্কুল ক্যাম্পাসে বোমা রাখা হয়েছে। সাতসকালে এই রকম মেল পেয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেই সময় স্কুলে পড়ুয়াদের পাশাপাশি শিক্ষক-শিক্ষকারাও উপস্থিত ছিলেন। তড়িঘড়ি সরিয়ে দেওয়া হয় তাঁদের।
গোটা স্কুল বিল্ডিং খালি করে দেওয়া হয়। স্কুল কর্তৃপক্ষের তরফে তড়িঘড়ি ছুটি ঘোষণা করে দেওয়া হয়। খালি করা হয় স্কুল লাগোয়া চত্বরও। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও বম্ব স্কোয়াড। আদৌ বোমা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে তারা। তবে এই ঘটনায় এলাকাবাসীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়েছে।
চলতি বছর এপ্রিলে একসঙ্গে কলকাতার ২০০টি স্কুল উড়িয়ে দেওয়া হবে বলে হুমকি মেল পাঠানো হয়। মেলে লেখা ছিল, ক্লাসরুমে বোমা রাখা রয়েছে। যখন বাচ্চারা স্কুলে থাকবে, তখনই বিস্ফোরণ হবে। পরে অবশ্য দেখা যায় মেলটি ভুয়ো ছিল। এবারও মেলটি ভুয়ো কি না, খতিয়ে দেখছে পুলিশ।
বারুইপুরের পুলিশ জেলার পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালি বলেন, গোটা স্কুলে তল্লাশি চালাচ্ছে পুলিশ। আপাতত সকলের নিরাপত্তা সুনিশ্চিত করাই প্রাথমিক কাজ। কে এই মেল করেছে, তাও খতিয়ে দেখা হবে। স্কুলের এক শিক্ষক জানিয়েছেন, সমস্ত পড়ুয়ারাই সুরক্ষিত রয়েছে। ঘটনায় এখনই কোনও মন্তব্য করতে নারাজ স্কুল কর্তৃপক্ষ।