• facebook
  • twitter
Friday, 22 November, 2024

আইপিএল ২০২৫-এর সময়সূচি প্রকাশিত

অবশেষে প্রকাশ্যে এল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেরে সূচি। পরবর্তী মরশুম ১৪ মার্চ থেকে শুরু হবে, চলবে ২৫ মে পর্যন্ত।

ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে টেস্ট সিরিজ শুরু হয়েছে। মাত্র দু’দিন পরে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হবে আইপিএল ২০২৫ মরশুমের মেগা নিলাম। সকলের মনে একটাই প্রশ্ন, কবে শুরু হবে ২০২৫ সালের আইপিএল। অবশেষে প্রকাশ্যে এল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেরে সূচি। পরবর্তী মরশুম ১৪ মার্চ থেকে শুরু হবে, চলবে ২৫ মে পর্যন্ত। অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের পরপরই শুরু হবে টুর্নামেন্ট। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলা হবে ৯ মার্চ।

বিসিসিআই সমস্ত আইপিএল ফ্র্যাঞ্চাইজিতে একটি ইমেল পাঠিয়েছে, যেখানে আইপিএল ২০২৫-এর দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। শুধু পরের সিজনই নয়, ২০২৬ এবং ২০২৭ মরশুমের সূচিও প্রকাশিত হয়েছে। একই সঙ্গে এও বলে দেওয়া হয়েছে, এই নির্দিষ্ট তারিখের মধ্যে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে, ফলে শুরু এবং ফাইনালের দিন বদলাতে পারে। ২০২৬ মরশুম ১৫ মার্চ থেকে শুরু হবে এবং ৩১ মে পর্যন্ত চলবে। ২০২৭ মরশুমটি ১৪ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত চলবে।

এদিকে আইপিএলের মেগা অকশন নিয়ে আগ্রহ তুঙ্গে। কারণ, অনেক হাইপ্রোফাইল ক্রিকেটাররা নিলামে উঠতে চলেছেন। লখনউ সুপার জায়ান্টস রিটেন করেনি লোকেশ রাহুলকে। ২০২২ সালে আইপিএলে অভিষেক হয় লখনউয়ের। প্রথম প্লেয়ার হিসেবে সই করানো হয়েছিল লোকেশ রাহুলকেই। তিনিই নেতৃত্ব দিয়েছেন। এ বার নিলামে উঠবেন রাহুল। আইপিএলের গত সংস্করণে চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। চ্যাম্পিয়ন ক্যাপ্টেন শ্রেয়স আইয়ারকে রিটেন করা হয়নি। তেমনই ঋষভ পন্থ, অর্শদীপ সিংয়ের মতো ক্রিকেটাররাও নিলামে উঠছেন। এ ছাড়া বিদেশি তারকা ক্রিকেটাররা তো রয়েইছেন।

আইপিএলের ১০টি ফ্র্যাঞ্চাইজি সব মিলিয়ে ৬৪১.৫ কোটি নিয়ে মেগা অকশনে নামবে। সব দল মিলিয়ে প্লেয়ারের স্লট রয়েছে ২০৪টি। এর মধ্যে ৭০টি স্লট রয়েছে বিদেশি ক্রিকেটারদের জন্য। ১০টি ফ্র্যাঞ্চাইজি সব মিলিয়ে ৪৬ জনকে রিটেন করেছে। ১০টি টিমের মধ্যে দুটি ফ্র্যাঞ্চাইজি ছ’জনকেই রিটেন করেছে। তারা হল – কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালস। তাদের কাছে আরটিএম কার্ডের বিকল্প নেই।