ইডেনে ভারত ও বাংলাদেশের গােলাপী বলে দিন-রাত টেস্ট শুরুর আগে বলের দৃশ্যমানতা নিয়ে অনেক কথা উঠেছিল। কিন্তু ভারতীয় ক্রিকেট বাের্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি মনে করেন লাল চেরি বলের থেকে গােলাপী বল চোখে দেখাটা অনেক সহজ। বিশেষ করে গােধুলির সময়।
দারুণভাবে রঙকরা গােলাপী বল দেখাটা সমস্যা হবে বলে অনেক কথা উঠেছিল। তবে ভারত আগামী বছর অস্ট্রেলিয়াতে গােলাপী বলে টেস্ট খেলবে কিনা এব্যাপারে বাের্ড সভাপতি কোনও মন্তব্য করতে চাননি।
ইডেনে বিরাট সংখ্যক দর্শকের উপস্থিতি প্রমাণ করে দিয়েছে প্রাথমিকভাবে দিন-রাত টেস্ট করায় কিছু বাধা এলেও সৌরভই এই টেস্টের পিছনে মূল উদ্যোক্তা। সৌরভ বলেছেন, এত লােক খেলা দেখতে এসেছে এটাই গুরুত্বপূর্ণ।
টেস্ট ম্যাচের প্রথম দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইডেনে উপস্থিত থাকায় সৌরভ তাঁকে ধন্যবাদ জানিয়েছেন। সেইসঙ্গে এই প্রতিশ্রুতিও দিয়েছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী বছর বাংলাদেশে এশিয়ান অলস্টার একাদশ বনাম বিশ্ব একাদশের মধ্যে দুটি ম্যাচে তিনি নিজে উপস্থিত থাকবেন। সৌরভ বলেছেন, আমি যাব, কারণ ওই ইভেন্টের জন্য বিরাট পরিকল্পনা করা হয়েছে।