• facebook
  • twitter
Monday, 25 November, 2024

এবারে চাকদা এক্সপ্রেস

ঝুলন গোস্বামীর নামে কলকাতার ইডেন উদ্যানে একটি স্ট্যান্ড তৈরি হচ্ছে। ওই স্ট্যান্ডটি ঝুলন গোস্বামীর নামে করা হবে বলে সিলমোহর দিল সিএবি।

ঝুলন গোস্বামী। ছবি: এএনআই।

নদিয়ার চাকদার প্রত্যন্ত গ্রামের মেয়ে ঝুলন গোস্বামী। ঝুলন ইতিমধ্যেই ভারতীয় দলের হয়ে ১২টি টেস্ট, ২০৪টি একদিনের ও ৬৮টি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিয়ে সবার নজর কেড়ে নিয়েছিলেন। ২০ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে ঝুলন তিন ফরম্যাট মিলিয়ে ৩৫৫টি উইকেট তুলে নিয়ে রেকর্ড গড়েছেন। প্রথম মহিলা বোলার হিসেবে ৩০০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখান। একমাত্র তিনি একদিনের ক্রিকেটে ২০০ প্লাস উইকেট শিকার করেছেন। একদিনের বিশ্বকাপ ক্রিকেটে সর্বাধিক (৪৩টি) উইকেট নেওয়ার কৃতিত্ব দেখিয়েছেন। অবসর নেওয়ার পরে তিনি বাংলা মহিলা দলের মেন্টর হিসেবে কাজ করেছেন। পদ্মশ্রী সম্মানে সম্মানিত হয়েছেন তিনি।

সেই ঝুলন গোস্বামীর নামে কলকাতার ইডেন উদ্যানে একটি স্ট্যান্ড তৈরি হচ্ছে। ওই স্ট্যান্ডটি ঝুলন গোস্বামীর নামে করা হবে বলে সিলমোহর দিল সিএবি। আগামী বছরের ২২ জানুয়ারি ভারত টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ডের বিরুদ্ধে। ওই দিনই ওই স্ট্যান্ডটির উদ্বোধন হবে।