• facebook
  • twitter
Friday, 22 November, 2024

কোহলি অনেক বড় মাপের ক্রিকেটার তাঁকে শেখানোর দরকার হয় না: বুমরা

যশপ্রীত বুমরা বলেছেন, ‘ব্যাটসম্যান কোহলিকে নিয়ে আমার কিছুই বলার নেই। ক্রিকেটের অন্যতম সেরা খেলোয়াড় ও। কোহলিকে বিশেষ কোনও পরামর্শ দেওয়ার দরকার নেই আমার।

বিরাট কোহলি। ফাইল চিত্র

অস্ট্রেলিয়ার মাঠে বাদশার মতো ব্যাট করেন বিরাট কোহলি। তাই অস্ট্রেলিয়ার ক্রিকেট বন্ধুদের কাছে অত্যন্ত জনপ্রিয় ব্যাটসম্যান হিসেবে বিরাট কোহলি সবার মন জয় করে নিয়েছেন। আর হয়তো সেই কারণে অস্ট্রেলিয়ার মাঠে বিরাট কোহলির নজির আকর্ষণীয়। তবে এই মুহূর্তে বিরাট কোহলির সেই মেজাজি ব্যাট দেখতে পাওয়া যাচ্ছে না। হয়তো সেই কারণেই বিরাট কোহলি এবারে অস্ট্রেলিয়া সফরে পুরনো দাপট দেখতে পাওয়া যাবে কিনা, তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। এই প্রশ্নের উত্তরে প্রথম টেস্টের অধিনায়ক যশপ্রীত সরাসরি বলে দিয়েছেন, যে দলে বিরাট কোহলির মতো ক্রিকেটারকে পাওয়া যায়, সেই ক্রিকেটারকে নতুন করে শেখানো বা বলার প্রয়োজন হয় না।

যশপ্রীত বুমরা বলেছেন, ‘ব্যাটসম্যান কোহলিকে নিয়ে আমার কিছুই বলার নেই। ক্রিকেটের অন্যতম সেরা খেলোয়াড় ও। কোহলিকে বিশেষ কোনও পরামর্শ দেওয়ার দরকার নেই আমার। ও এমনিতেই পুরোদস্তুর পেশাদার। ও আমার কাছে একজন নেতা। ওর অধীনেই আমি প্রথম টেস্ট খেলেছি। ও জানে কী করছে। এখানে-সেখানে একটা-দুটো সিরিজ় খারাপ যেতেই পারে। তবে এই মুহূর্তে কোহলির যে আত্মবিশ্বাস তাতে প্রস্তুতি নিয়ে কোনও সন্দেহই নেই। দলের হয়ে অবদান রাখতে মরিয়া। সেগুলো আমরা বুঝতেও পারছি। কিছু বলে ওর আত্মবিশ্বাসে ব্যাঘাত ঘটাতে চাইছি না।’

ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে সিরিজ় হার ভুলেই অস্ট্রেলিয়ায় নামতে চলেছে ভারত, জানিয়েছেন বুমরা। তাঁর কথায়, ‘জিতি বা হারি, শূন্য থেকেই শুরু করতে হয়। এটাই ক্রিকেটের সৌন্দর্য। বিশ্বকাপ জেতার পরেও মনে হয়নি বাকি সিরিজ়গুলো অনায়াসে জিতব। আমি এ ভাবেই দেখি। সিরিজ় ও ভাবে হেরে আমরা সবাই হতাশ। কিন্তু কাঁধে কোনও বোঝা নিয়ে অস্ট্রেলিয়ায় আসিনি। তরতাজা মনোভাব নিয়ে আলাদা একটা প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে এসেছি।’ যশপ্রীত বুমরা ছোটবেলা থেকেই চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন। তাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চ্যালেঞ্জ নিয়ে লড়াই করতে চান। কারওর সঙ্গে এ ব্যাপরে তিনি আপস করবেন না। শুধু তাই নয়, নতুন নতুন ভাবনায় ক্রিকেট মাঠে যুদ্ধ করাটাই তাঁর কাছে বড় মূলধন।