• facebook
  • twitter
Sunday, 24 November, 2024

প্রথম টেস্টেই দলের সঙ্গে যোগ দিচ্ছেন রোহিত

বিসিসিআইয়ের পক্ষ থেকে এ ব্যাপারে কোনওরকম বাধা দেওয়া হয়নি। তবে দ্বিতীয় সন্তানের বাবা হয়ে যাওয়ার পরে রোহিত নিজেই বলেছেন, অস্ট্রেলিয়ায় যাওয়া আর অসুবিধা হবে না।

রোহিত শর্মা। ফাইল চিত্র

ভারতের অধিনায়ক রোহিত শর্মা দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন। রোহিত আগে বিসিসিআইকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন, স্ত্রী রীতিকার সঙ্গে থাকতে হবে। সেই কারণে অস্ট্রেলিয়া সফরে যাওয়া প্রথমদিকে সম্ভব হবে না। তিনি আরও বলেছেন, প্রথম সন্তানের সময় তিনি দেশের বাইরে ছিলেন। আর এবারে দ্বিতীয় সন্তানের জন্য স্ত্রীর পাশে থাকা অত্যন্ত প্রয়োজনীয় রয়েছে। তাই প্রথম টেস্টে দলের সঙ্গে যোগ দেওয়া সম্ভব নয়।

বিসিসিআইয়ের পক্ষ থেকে এ ব্যাপারে কোনওরকম বাধা দেওয়া হয়নি। তবে দ্বিতীয় সন্তানের বাবা হয়ে যাওয়ার পরে রোহিত নিজেই বলেছেন, অস্ট্রেলিয়ায় যাওয়া আর অসুবিধা হবে না। তবে প্রথম টেস্টে অধিনায়কের দায়িত্ব নেওয়া সম্ভব নয়। আগামী রবিবার অস্ট্রেলিয়া যাচ্ছেন রোহিত শর্মা। দলের সঙ্গে যোগ দিলেও তিনি খেলছেন না, এটা সবারই জানা হয়ে গিয়েছে। শুক্রবার থেকে পার্থে প্রথম টেস্ট ম্যাচ শুরু হচ্ছে। আর ওই ম্যাচেই অধিনায়কের ব্যাটনটা দেওয়া হয়েছে যশপ্রীত বুমরার হাতে।

এদিকে প্রথম টেস্ট ম্যাচে চোট থাকার কারণে শুভমন গিল খেলতে পারছেন না তাঁর বাঁ-হাতের বুড়ো আঙুলে চোট লাগায় মাঠে নামবেন না। ফলে দলের ওপেনার হিসেবে প্রথম টেস্ট ম্যাচে লোকেশ রাহুলকে দেখতে পাওয়া যাবে যশস্বী জয়সওয়ালের সঙ্গে। শুভমন গিল দলে নেই, তাই তৃতীয় নম্বর ব্যাটসম্যান হিসেবে খেলতে দেখা যাবে দেবদত্ত পাড়িক্কলকে। এদিকে মহম্মদ শামি এখন বাংলা দলে ঘরোয়া ক্রিকেটে খেলছেন এবং তাঁর পারফরম্যান্স সবাইকে অবাক করে দিয়েছে। দীর্ঘদিন মাঠের বাইরে থেকেও বাংলার হয়ে মধ্যপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি ট্রফিতে খেলতে নেমে প্রথম ম্যাচেই সাতটি উইকেট পেয়েছেন। অস্ট্রেলিয়া সফরের শেষের দিকে হয়তো ভারতীয় দলের সঙ্গে যোগ দিতে পরেন মহম্মদ শামি।