• facebook
  • twitter
Friday, 22 November, 2024

অগ্নিগর্ভ কল্যাণী, পুলিশের লাঠিচার্জ

সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে বিজেপি বিধায়ককে গ্রেপ্তার করে পুলিশ।

বিজেপি বিধায়ক অম্বিকা রায়। ছবি সংগৃহীত।

বিজেপি বিধায়ককে গ্রেফতারির প্রতিবাদে পুলিশের ওপর ক্ষোভ আছড়ে কর্মী সমর্থকদের। পুলিশকে লক্ষ্য করে চলেছে ইটবৃষ্টি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাল্টা লাঠিচার্জ। জানা যাচ্ছে, ঘটনার সূত্রপাত পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ডাম্পিং গ্রাউন্ড তৈরি করাকে কেন্দ্র করেই বিবাদের সূত্রপাত। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, এলাকার মাঝে ডাম্পিং গ্রাউন্ড করা যাবে না। তা নিয়ে দীর্ঘদিন ধরেই প্রতিবাদ চলছিল।

বৃহস্পতিবার সেই প্রতিবাদে সামিল হয়েছিলেন বিজেপি বিধায়ক অম্বিকা রায়। বৃহস্পতিবার ডাম্পিং গ্রাউন্ডের পাঁচিল দেওয়ার কাজ শুরু করে পৌরসভা। তখন এলাকার মানুষ বিক্ষোভ দেখায়। খবর পেয়ে ঘটনাস্থলে যান বিজেপি বিধায়ক। অভিযোগ, পৌরসভার কর্মীদের কাজে বাধা দেন তিনি। উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।

সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে বিজেপি বিধায়ককে গ্রেপ্তার করে পুলিশ। আর তারপরই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। একপ্রকার রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। ভাঙচুর করা হয় মোটরবাইক ও বেশ কিছু জিনিসপত্র। পুলিশের পক্ষ থেকে পাল্টা কাঁদানে গ্যাস ছোঁড়া হয়। শেষ পাওয়া খবর অনুযায়ী, মোতায়েন করা হচ্ছে র‍্যাফ।